ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

লর্ডসে মন্থর বোলিং করে ইংল্যান্ড শাস্তি পেলেও ভারতকে দেয়া হয়নি

২০২৫ জুলাই ১৮ ১৮:৩৫:০৯
লর্ডসে মন্থর বোলিং করে ইংল্যান্ড শাস্তি পেলেও ভারতকে দেয়া হয়নি

খেলাধূলা ডেস্ক : লর্ডসে ভারত ও ইংল্যান্ডের মধ্যে টান টান লড়াই হয়েছে। শেষ পর্যন্ত ২২ রানে জিতেছে ইংল্যান্ড। কিন্তু তারপরেও শাস্তি পেতে হয়েছে বেন স্টোকসদের। মন্থর বোলিংয়ের জন্য তাঁদের ২ পয়েন্ট কাটা গেছে। পাশাপাশি ক্রিকেটারদের ম্যাচ ফি’র ১০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। একই দোষ করেছে ভারতও। কিন্তু তারা শাস্তি পায়নি।

লর্ডসে চার দিনই খেলার সময় আধা ঘণ্টা করে বাড়াতে হয়েছে। পঞ্চম দিন তৃতীয় সেশনে খেলার ফয়সালা হয়েছে। প্রথম চার দিন আধা ঘণ্টা করে সময় বাড়ানোর পরেও পুরো ৯০ ওভার করা যায়নি। প্রথম দিন ৮৩ ওভার খেলা হয়েছিল। পরের দিনগুলোয় ৮০ ওভারও হয়নি। দু’দলের চারটে ইনিংসে মোট ৩৬৮.১ ওভার বল হয়েছে। পাঁচ দিনে ৯০ ওভার করে মোট ৪৫০ ওভার হওয়ার কথা। তার থেকে অনেক কম ওভার খেলা হয়েছে।

দু’দলই মন্থর বল করেছে। কিন্ত শাস্তি পেয়েছে ইংল্যান্ড। তার কারণ রয়েছে। পাঁচ দিনের ওভার দেখলেই তা পরিষ্কার হবে। প্রথম দিন ৮৩ ওভার খেলা হয়েছে। পুরোটাই ভারত বল করেছে। দ্বিতীয় দিন ৭২.২ ওভার খেলা হয়েছে। ভারত করেছে ২৩.২ ওভার। ইংল্যান্ড ৪৯ ওভার। তৃতীয় দিন ৭৭.২ ওভার খেলা হয়েছে। ইংল্যান্ড ৭৬.২ ওভার বল করেছে। ভারত ১ ওভার করেছে। চতুর্থ দিন ৭৮.৫ ওভার খেলা হয়েছে। ভারত ৬১.১ ওভার করেছে। ইংল্যান্ড ১৭.৪ ওভার করেছে। শেষ দিন ৫৭.১ ওভার খেলা হয়েছে। পুরোটাই ইংল্যান্ড বল করেছে। অর্থাৎ, টেস্টে মোট ৩৬৮.১ ওভারের মধ্যে ভারত করেছে ১৬৬.১ ওভার। ইংল্যান্ড করেছে ২০২ ওভার।

আইসিসি-র নিয়ম অনুযায়ী, কোনও ইনিংস ৮০ ওভারের বেশি খেলা হলে তবেই তার সময় হিসাব করা হয়। দেখা হয় যে মন্থর বোলিং হয়েছে কি না। প্রথম দিন ৮০ ওভারের বেশি খেলা হয়েছে। বাকি এক দিনও তা হয়নি। দু’দলই দ্বিতীয় ইনিংসে ৮০ ওভার ব্যাট করতে পারেনি। ফলে তা হিসাবের বাইরে। দু’দল প্রথম ইনিংসে ৮০ ওভারের বেশি ব্যাট করেছে। সেই দুই ইনিংস হিসাব করা হয়েছে। ভারত প্রথম দিন ৮৩ ওভার বল করেছে। কিন্তু দ্বিতীয় দিন মোট ৭২.২ ওভাল বল হয়েছে। ইংল্যান্ড নির্ধারিত সময়ে দু’ওভার কম বল করেছে। একমাত্র সেই দিনের কারণেই তাদের শাস্তি দেওয়া হয়েছে। কিন্তু ভারত সেই ভুল করেনি বলে শাস্তি পায়নি।

আইসিসি-র শাস্তি নিয়ে প্রশ্ন তুলেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। তাঁর মতে, দু’দল মন্থর বল করেছে। তা হলে দু’দলকেই শাস্তি দিতে হত। কেবল ইংল্যান্ডকে কেন দেওয়া হল? তার জবাব আইসিসি-র এই নিয়ম। পাশাপাশি কোনও ইনিংসে কম বল হলে আম্পায়ারেরা খতিয়ে দেখেন যে কেন কম বল হয়েছে। ইংল্যান্ডের প্রথম ইনিংসে ঋষভ পন্থ চোট পাওয়ায় সময় নষ্ট হয়েছে। পাশাপাশি দু’বার বল বদলেও সময় নষ্ট হয়েছে। সেই হিসাব আম্পায়ারদের কাছে আছে। তাই ভারত শাস্তি পায়নি। ইংল্যান্ডের পয়েন্ট কাটা গেছে।

পাঠকের মতামত:

খেলাধূলা এর সর্বশেষ খবর

খেলাধূলা - এর সব খবর



রে