ঢাকা, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

ভারতের বাজারে প্রবেশ করল টেসলা

২০২৫ জুলাই ১৫ ১৬:৪৩:৩৫
ভারতের বাজারে প্রবেশ করল টেসলা

অর্থ বাণিজ্য ডেস্ক : ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে প্রবেশ হল বৈদ্যুতিক গাড়ি বা ইভি (ইলেকট্রনিক্স ভেহিকল) নির্মাণকারী সংস্থা টেসলার। মঙ্গলবার মুম্বাইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে খুলে গেল টেসলার প্রথম শোরুম। বহুদিন ধরেই টেসলার বৈদ্যুতিক গাড়ি নিয়ে ভারতের মতো সম্ভাবনাময় বাজারে পাড়ি জমাতে মুখিয়ে ছিলেন ইলন মাস্ক। মঙ্গলবার তারই সূত্রপাত হল। একইসঙ্গে ভারতের বাজারে তাদের গাড়ি কত দামে বিক্রি হবে তা-ও প্রকাশ্যে এনেছে ইলন মাস্কের কোম্পানি।

টেসলার তরফ থেকে জানানো হয়েছে, ওয়াই মডেলের বৈদ্যুতিক গাড়ি ভারতীয় বাজারে আনছে তাদের কোম্পানি। ওয়াই মডেলের রিয়ার-হুইল ড্রাইভ সংস্করণটি ৫৯.৮৯ লক্ষ টাকায় (অন-রোড) বিক্রি করবে তারা। অন্য দিকে, ওয়াই মডেলের লং রেঞ্জ গাড়িটির মূল্য হবে ৬৭.৮৯ লক্ষ টাকা (অন-রোড)।

ভারতে টেসলার প্রথম শোরুম উদ্বোধনে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস। ভারতে বৈদ্যুতিক যানবাহন উৎপাদন এবং গবেষণা ও উন্নয়নের জন্য টেসলার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আশাপ্রকাশ করেন তিনি।

ফডণবীস বলেন, ‘‘টেসলা শোরুম জন্য সঠিক শহর এবং রাজ্য বেছে নিয়েছে। আমরা আশা করি টেসলা ভারতে গাড়ি উৎপাদনকেন্দ্র এবং গবেষণা ও উন্নয়ন সংক্রান্ত ইউনিট খোলারও পরিকল্পনা করবে।’’

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘মহারাষ্ট্র ভারতের উদ্যোক্তাদের রাজধানী। মুম্বাই উদ্ভাবন এবং স্থায়িত্বের প্রতিনিধিত্ব করে। টেসলা কেবল একটি গাড়ি নয়। প্রযুক্তির জন্য এর খ্যাতি বিশ্বজোড়া।’’

উল্লেখ্য, গত শুক্রবারই এক্স হ্যান্ডলে একটি পোস্টের মাধ্যমে ভারতে শোরুম খোলার ইঙ্গিত দিয়েছিল টেসলা। সেই পোস্টে লেখা ছিল, ‘শীঘ্রই আসছে’। পরিকল্পনা মতোই মঙ্গলবার মুম্বাইয়ে খুলে গেল টেসলার প্রথম শোরুম। মুম্বাইয়ে প্রথম শোরুম খোলার সঙ্গে সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিশ্বের অন্যতম দ্রুতবর্ধনশীল অটোমোবাইল বাজারে প্রবেশ করল টেসলা। তবে ভারতে টেসলার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে জল্পনা-কল্পনা সত্ত্বেও, কোম্পানিটি বর্তমানে স্থানীয়ভাবে গাড়ি তৈরি নিয়ে এখনও কোনও ইচ্ছাপ্রকাশ করেনি।

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে