ঢাকা, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

ছয় কার্যদিবসের উত্থান শেষে ডিএসইএক্স কমল ২ পয়েন্ট

২০২৫ জুলাই ১৩ ১৪:৪২:২২
ছয় কার্যদিবসের উত্থান শেষে ডিএসইএক্স কমল ২ পয়েন্ট

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের শেয়ারবাজার টানা ৬ কার্যদিবস ধরে উত্থান শেষে রবিবার (১৩ জুলাই) সামান্য পতন হয়েছে। ছয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক ডিএসইএক্স ২৩০ পয়েন্ট বাড়ে। এ উত্থান শেষে আজ সূচকটি কমেছে ২ পয়েন্ট। তবে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজও উত্থান হয়েছে।

রবিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫০৬৬ পয়েন্টে। যা এর আগের ৬ কার্যদিবসের মধ্যে বৃহস্পতিবার ৩৩ পয়েন্ট, বুধবার ৫৪ পয়েন্ট, মঙ্গলবার ৫ পয়েন্ট, সোমবার ৮২ পয়েন্ট এবং এর আগের সপ্তাহের বৃহস্পতিবার ২৯ পয়েন্ট ও বুধবার ২৭ পয়েন্ট বেড়েছিল। অর্থাৎ ওই ৬ কার্যদিবসে সূচকটি বাড়ে ২৩০ পয়েন্ট।

এদিন ডিএসইতে ৬৬৬ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন হয়েছিল ৬৭৯ কোটি ২ লাখ টাকা। এ হিসেবে লেনদেন কমেছে ১৩ কোটি ২ লাখ টাকা বা ২ শতাংশ।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৪০২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৭৭ টি বা ৪৪.০৩ শতাংশের। আর দর কমেছে ১৭০ টি বা ৪২.২৯ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৫ টি বা ১৩.৬৮ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ৬ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৫ টির, কমেছে ৮০ টির এবং পরিবর্তন হয়নি ৩০ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪১৩৬ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১৪ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১১৮ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে