ঢাকা, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

ডিএসইতে নামমাত্র উত্থান

২০২৫ জুলাই ১৫ ১৪:৪২:২২
ডিএসইতে নামমাত্র উত্থান

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে দুই কার্যদিবসের সামান্য পতনের পরে মঙ্গলবার (১৫ জুলাই) মূল্যসূচকের নামমাত্র উত্থান হয়েছে। তবে লেনদেনের পরিমাণ বেড়েছে তুলনামূলক বেশি।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ০.৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫০৬২ পয়েন্টে। যার পরিমাণ সোমবার ৫ পয়েন্ট ও রবিবার ২ পয়েন্ট কমেছিল।

এর আগের ৬ কার্যদিবসের মধ্যে বৃহস্পতিবার ৩৩ পয়েন্ট, বুধবার ৫৪ পয়েন্ট, মঙ্গলবার ৫ পয়েন্ট, সোমবার ৮২ পয়েন্ট এবং এর আগের সপ্তাহের বৃহস্পতিবার ২৯ পয়েন্ট ও বুধবার ২৭ পয়েন্ট বেড়েছিল। অর্থাৎ ওই ৬ কার্যদিবসে সূচকটি বাড়ে ২৩০ পয়েন্ট।

মঙ্গলবার ডিএসইতে ৬৫৩ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন হয়েছিল ৫৬৪ কোটি ৩৮ লাখ টাকা। এ হিসেবে লেনদেন বেড়েছে ৮৯ কোটি ৩১ লাখ টাকা বা ১৬ শতাংশ।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৬৩ টি বা ৪১.২৭ শতাংশের। আর দর কমেছে ১৫৬ টি বা ৩৯.৪৯ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৭৬ টি বা ১৯.২৪ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ৪ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৪ টির, কমেছে ৯৯ টির এবং পরিবর্তন হয়নি ৩০ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪০৯৫ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৫ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ২৮ পয়েন্ট কমেছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে