ঢাকা, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

‘উগ্রো পুরুষ’ পছন্দ রাশমিকার!

২০২৫ জুলাই ১২ ২১:৫৩:৫৫
‘উগ্রো পুরুষ’ পছন্দ রাশমিকার!

বিনোদন ডেস্ক : বাবার প্রতিটি কথা তাঁর কাছে বেদবাক্যের মতো। বড় হয়ে ওঠার মধ্যে মায়ের তেমন ভূমিকা নেই। পরিবারে মহিলাদের বাস কেবল অন্দরমহলে। মহিলাকে রক্ষা করাই পুরুষের বড় দায়িত্ব। শত্রুকে রক্তাক্ত করতে সে দু’বার ভাবে না। প্রেমিকা বা স্ত্রীর সঙ্গেও তার সমীকরণ অন্যরকম। অভিমান হলে প্রেমিকাকে শারীরিক ভাবে আঘাত করতেও দু’বার ভাবে না সে। আবার সেই আঘাতে প্রলেপ দিতে প্রেম উজাড় করে দেয়। সবই তার মর্জিমাফিক। মন চাইলে কখনও মারধর, গালাগালি, কখনও আবার প্রেম আর আবেগ। আবার নিজের লক্ষ্যে পৌঁছোতে পরনারীর সঙ্গে শয্যা ভাগ করতেও সে দু’বার ভাবে না। কিন্তু নিজের প্রেমিকার অন্য পুরুষবন্ধু তার চোখের বিষ। এমন পুরুষই নাকি পছন্দ রাশমিকা মান্দানার!

সন্দীপ রেড্ডি বঙ্গা তাঁর ছবি ‘অ্যানিম্যাল’-এ এমন এক পুরুষকেই তুলে ধরেছেন। রণবিজয় নামে সেই চরিত্রে অভিনয় করেছিলেন রণবীর কপূর। সম্প্রতি এক আলোচনাসভায় এক অনুরাগী রাশমিকাকে প্রশ্ন করেন, বাস্তবে কি রণবিজয়ের মতো পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্কে তিনি জড়াবেন?

প্রশ্নের উত্তরে রাশমিকা বলেন, “আমি সত্যিই বিশ্বাস করি, তুমি যদি কাউকে ভালবাসো এবং সে-ও তোমাকে ভালবাসে, তার মধ্যে কিছু পরিবর্তন আসে।”

এই উত্তর শুনে সঞ্চালক বলেন, “সত্যিই কি কাউকে পরিবর্তন করা সম্ভব? এই ধারণা কিন্তু একেবারেই শিশুদের মতো।” এই মন্তব্য শুনে দর্শকাসনে হাসির রোল ওঠে। রাশমিকা আত্মপক্ষ সমর্থন করে জানান, ছোটবেলা থেকে যাঁরা প্রেম করেন, একসঙ্গে বড় হয়ে ওঠেন, তাঁদের মধ্যে পরিবর্তন আসতে থাকে। অল্প বয়সে তাঁরা জানতেনই না কোন দিকে যাবেন, কেমন হয়ে উঠবেন। কিন্তু একটা সময় পরে বোঝা যায়, পরিণতিবোধ এসেছে, বদলও এসেছে। সেটা পরস্পরের সঙ্গে থাকলেই বোঝা যায়।

এই উত্তর শুনেও ফের হাসির রোল ওঠে। এক অনুরাগী বলেন, দর্শকাসনেই বহু ত্রিশোর্ধ্ব মহিলা বসে রয়েছেন। তাঁরা ভালমতোই জানেন, এই ধরনের পুরুষদের বদল আসে না।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে