ঢাকা, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

সালমানের স্মৃতিতে মশগুল মাধুরী

২০২৫ জুলাই ১৩ ২০:০১:১৫
সালমানের স্মৃতিতে মশগুল মাধুরী

বিনোদন ডেস্ক : ত্রিশ বছর আগে বড় পর্দায় মুক্তি পেয়েছিল ‘হম আপকে হ্যায় কৌন’। বলিউডের মূলধারার ছবির তালিকায় অন্য রকম এক নির্মাণ। সালমান খান-মাধুরী দীক্ষিতের রসায়ন অন্যমাত্রায় পৌঁছে দিয়েছিল হিন্দি চলচ্চিত্রের পারিবারিক গল্পকে। ছোট বড় নানা বয়সের দর্শক মুগ্ধ হয়েছিল সদ্য যৌবনের প্রেম-কাহিনিতে। দাদার বিয়ের আসর থেকে বৌদির বোনের সঙ্গে জমে ওঠা প্রেম ভাল লেগেছিল দর্শকের। আর মন কেড়েছিল গান। ছবির প্রায় সমস্ত গান নব্বইয়ের দশক পেরিয়ে আজও মন ভাল করে দেয় যে কোনও বয়সের মানুষের।

তখন ছিল ক্যাসেটের যুগ। অবসর আনন্দে পাশে থাকত ক্যাসেট প্লেয়ার। সঙ্গীতপ্রেমী যে কোনও মানুষের ঘরে থাকত থরে থরে সাজানো ক্যাসেট। আজকাল আর ক্যাসেটের প্রচলন নেই। কিন্তু কোথাও কোথাও রয়ে গিয়েছে সেই সম্ভার। হঠাৎ সেই অমূল্য ধনই যেন খুঁজে পেলেন মাধুরী দীক্ষিত। রবিবার সকাল সকাল তিনি তুলে নিলেন নিজের পছন্দের একটি ছবির অ্যালবাম।

এ দিন মাধুরীর ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা যায় একটি ভিডিও। একটি তাকে সুন্দর করে সাজানো একের পর এক ক্যাসেট, পাশে রাখা একটি ক্যাসেট প্লেয়ার। হাত দিয়ে স্পর্শ করে দেখছেন মাধুরী, উস্কে উঠছে স্মৃতি। এই স্টোরিতে অভিনেত্রী মিলিয়ে দিয়েছেন এসপি বালসুব্রহ্মণমের গলা— ‘পহেলা পহেলা পেয়ার হ্যায়/ পহেলি পহেলি বার হ্যায়’। ক্যাসেটগুলি ছুঁয়ে দেখতে দেখতে মাধুরী হাতে তুলে নেন সেই অ্যালবামটি, প্রচ্ছদে সালমান খান ও তাঁর ছবি— ‘হম আপকে হ্যায় কৌন’।

স্টোরিতে মাধুরী লিখেছেন, “আজ সেটে এক গুপ্তধন পেলাম।” এর পর তিনি ‘ক্লাসিক ক্যাসেট’ এবং ‘হম আপকে হ্যয় কৌন’ জুড়ে দিয়েছেন হ্যাশট্যাগ দিয়ে। বোঝাই যায়, কোনও শুটিং ফ্লোর সাজানোর প্রয়োজনেই নব্বইয়ের দশকের ক্যাসেট রাখা হয়েছিল। সেখানে হয়তো কাজেই গিয়েছিলেন মাধুরী। কিন্তু এমন সুন্দর একটি চমক তাঁর জন্য অপেক্ষা করে রয়েছে, হয়তো নিজেও জানতেন না। উস্কে ওঠা স্মৃতিতে মাধুরী বিহ্বল করে দিয়েছেন তাঁর অনুরাগীদেরও।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে