ঢাকা, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

আজও ডিএসইতে সামান্য পতন

২০২৫ জুলাই ১৪ ১৪:৫০:০১
আজও ডিএসইতে সামান্য পতন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের শেয়ারবাজার টানা ৬ কার্যদিবস ধরে উত্থান শেষে রবিবার (১৩ জুলাই) মূল্যসূচকের সামান্য পতন হয়েছে। যা আজও হয়েছে। তবে লেনদেনের পরিমাণ কমেছে তুলনামূলক বেশি।

সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫০৬২ পয়েন্টে। যার পরিমাণ আগেরদিন কমেছিল ২ পয়েন্ট।

এর আগের ৬ কার্যদিবসের মধ্যে বৃহস্পতিবার ৩৩ পয়েন্ট, বুধবার ৫৪ পয়েন্ট, মঙ্গলবার ৫ পয়েন্ট, সোমবার ৮২ পয়েন্ট এবং এর আগের সপ্তাহের বৃহস্পতিবার ২৯ পয়েন্ট ও বুধবার ২৭ পয়েন্ট বেড়েছিল। অর্থাৎ ওই ৬ কার্যদিবসে সূচকটি বাড়ে ২৩০ পয়েন্ট।

সোমবার ডিএসইতে ৫৬৪ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন হয়েছিল ৬৬৬ কোটি টাকা। এ হিসেবে লেনদেন কমেছে ১০১ কোটি ৬২ লাখ টাকা বা ১৫ শতাংশ।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৫৬ টি বা ৩৯.৪৯ শতাংশের। আর দর কমেছে ১৬৩ টি বা ৪১.২৭ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৭৬ টি বা ১৯.২৪ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ৫ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৮ টির, কমেছে ৯৭ টির এবং পরিবর্তন হয়নি ৩২ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪০৯৭ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৬ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৫৮ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে