ঢাকা, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

বিডিনিউজ থেকে বিনিয়োগ প্রত্যাহার করতে হবে, অন্যথায় ৬০ কোটি টাকা জরিমানা

২০২৫ জুলাই ১৬ ১৯:৪১:২৯
বিডিনিউজ থেকে বিনিয়োগ প্রত্যাহার করতে হবে, অন্যথায় ৬০ কোটি টাকা জরিমানা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারের অ্যাসেট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি’ দ্ধারা পরিচালিত ৬টি মিউচ্যুয়াল ফান্ড থেকে বিডিনিউজ২৪.কমে ৪৯ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। যেখানে বিধিবর্হিভূত বিনিয়োগ করায় ওই ফান্ড প্রত্যাহার করে আনার জন্য অ্যাসেট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। অন্যথায় অ্যাসেট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানটিসহ এরসঙ্গে জড়িত ৪ জনকে ৬০ কোটি টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএসইসির পরিচালক ও মূখপাত্র আবুল কালাম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এলআর গ্লোবালের পরিচালিত ডিবিএইচ ফার্স্ট ফান্ড, গ্রীন ডেল্টা ফান্ড, এআইবিএল ফার্স্ট ইসলামিক ফান্ড, এলআর গ্লোবাল বিডি ফান্ড ওয়ান, এনসিসিবিএল ফান্ড-১ ও এমবিএল ফার্স্ট ফান্ড থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর ১০০ টাকা মূল্যের illiquid শেয়ারে প্রতিটি ১২৫০০ টাকা দরে মোট ৪৯.০০ কোটি টাকা বিধিবহির্ভূতভাবে বিনিয়োগ করা হয়।

ওই বিধিবহির্ভূত বিনিয়োগের ফলে মিউচুয়াল ফান্ডগুলোর বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুন্ন হওয়ায় এ বিষয়ে তদন্ত পরিচালিত হয়। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কমিশন আইনি প্রক্রিয়ায় শুনানী শেষে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন.....

শেয়ারপ্রতি ৩১৫ টাকার লোকসানকে ০.২৩ টাকা মুনাফা দেখিয়েছে রূপালি ব্যাংক

ওই ৬টি মিউচুয়াল ফান্ড হতে ৪৯.০০ কোটি টাকার বিধিবহির্ভূতভাবে বিনিয়োগকৃত অর্থ সুদসহ ফান্ডগুলোতে ৩০ দিনের মধ্যে জমা প্রদান / ফেরত আনার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। এজন্য এলআর গ্লোবালের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান বিনিয়োগ কর্মকর্তা ওই অর্থ ফান্ডগুলোতে জমা প্রদান / ফেরত আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ফান্ডগুলোতে উক্ত সময়ের মধ্যে ওই অর্থ জমা / ফেরত আনতে ব্যর্থ হলে জড়িত ব্যক্তিদের উপর নিম্নোক্তভাবে জরিমানা আরোপের সিদ্ধান্ত গৃহীত হয়:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে