ঢাকা, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

আজহার-দ্রাবিড়-কোহলির রেকর্ডে ভাগ বসালেন গিল

২০২৫ জুলাই ০৩ ০৯:৫২:১৮
আজহার-দ্রাবিড়-কোহলির রেকর্ডে ভাগ বসালেন গিল

স্পোর্টস ডেস্ক : ২০২০ সালের ডিসেম্বরে টেস্টে অভিষেকের পর এশিয়ার বাইরে সেঞ্চুরি ছিল না ভারতীয় তারকা ব্যাটার শুভমান গিলের। তবে এবার অধিনায়কের আর্মব্যান্ড পরে ইংল্যান্ডের মাটিতে খেলতে নেমে পরপর দুই টেস্টেই তিনি সেঞ্চুরি করেছেন। যা তাকে বসিয়েছে ভারতের অন্যতম সেরা ব্যাটার ও অধিনায়কদের একাধিক রেকর্ডবুকে। গিলের সেঞ্চুরিতে ভর করে ইংলিশদের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ভারতের সংগ্রহ ৫ উইকেটে ৩১০ রান।

এজবাস্টনের বার্মিংহ্যামে গতকাল টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতে হোঁচট খায় সফরকারীরা। দলীয় মাত্র ১৫ রানে তারা লোকেশ রাহুলকে (২) হারায়। এরপর সাত বছর পর ভারতের টেস্ট স্কোয়াডে ফেরা করুন নায়ারকে সঙ্গে নিয়ে ৮০ রানের জুটি গড়েন দারুণ ফর্মে থাকা ওপেনার যশস্বী জয়সওয়াল। বাঁ-হাতি এই তরুণ লিডসের পর এই টেস্টেও সেঞ্চুরির পথেই ছিলেন। তবে তাকে থামতে হয় ৮৭ রানে। তার আগেই অবশ্য করুন নায়ার থামেন ৩১ রানে। ঘরোয়া ক্রিকেটে রানের ফোয়ারা ছোটানো এই ব্যাটার জাতীয় দলে ইনিংস বড় করতে ব্যর্থ।

জয়সওয়াল আউট হওয়ার আগে তার সঙ্গে ৬৬ রানের জুটি গড়েছিলেন অধিনায়ক গিল। এরপর অল্প সময়ের ব্যবধানে আউট হয়েছেন আগের টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি করা ঋষভ পান্ত (২৫) ও নিতীশ কুমার রেড্ডি (১)। ২১১ রানে ৫ উইকেট হারানো ভারতকে দিনের বাকিটা সময় নিরাপদে পার করেছেন গিল ও রবীন্দ্র জাদেজা। তাদের জুটিতে এখন পর্যন্ত এসেছে ৯৯ রান। দিন শেষে জাদেজা ৪১ এবং গিল অপরাজিত আছেন ১১৪ রানে।

দিনের শেষ বিকেলে ১৯৯ বলে টেস্ট ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি পূর্ণ করেন গিল। এখন পর্যন্ত ২১৬ বলে ১২টি চারে তিনি ১১৪ রানের ইনিংসটি সাজিয়েছেন। অধিনায়ক হিসেবে নিজের প্রথম দুই টেস্টেই সেঞ্চুরি করা চতুর্থ ভারতীয় ক্রিকেটার হলেন গিল। তার আগে বিজয় হাজারে, সুনীল গাভাস্কার ও বিরাট কোহলি অধিনায়কত্বের প্রথম দুই টেস্টে একই নজির গড়েন। এদের মধ্যে অবশ্য কোহলিই একমাত্র প্রথম তিন টেস্টেই স্বাদ পেয়েছিলেন ম্যাজিক ফিগারের।

এ ছাড়া ইংল্যান্ডের বিপক্ষে এ নিয়ে টানা তিন টেস্টে সেঞ্চুরি করলেন গিল। এদিক থেকে তিনি তৃতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে গড়লেন এই কীর্তি। তার আগে ইংলিশদের বিপক্ষে টানা তিন সেঞ্চুরি করা অধিনায়করা হচ্ছেন– বিজয় হাজারে (১৯৫১-৫২ সালে দিল্লি ও ব্রাবোর্ন) এবং মোহাম্মদ আজহারউদ্দিন (১৯৯০ সালে লর্ডস ও ওল্ড ট্রাফোর্ড)। তবে অধিনায়কত্বের বাইরে আরও দুই ভারতীয় ব্যাটারের ওই রেকর্ড রয়েছে। রাহুল দ্রাবিড় টানা তিনটি করে ইংলিশদের বিপক্ষে সেঞ্চুরির কীর্তি আছে দু’বার, এ ছাড়া আরেকজন হচ্ছেন দিলিপ বেঙ্গসরকার।

পাঠকের মতামত:

খেলাধূলা এর সর্বশেষ খবর

খেলাধূলা - এর সব খবর



রে