ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

শেয়ারবাজারে বড় বিনিয়োগকারীর সংখ্যা বাড়ছে

২০২৫ জুলাই ২৯ ১৪:৫৯:২৪
শেয়ারবাজারে বড় বিনিয়োগকারীর সংখ্যা বাড়ছে

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের শেয়ারবাজারের শত কোটি টাকার উপরে থাকা বিনিয়োগকারীর সংখ্যা বেড়েছে। এছাড়া মাঝারি ও ক্ষুদ্র বিনিয়োগকারীর সংখ্যাও বেড়েছে। শুধুমাত্র অতি ক্ষুদ্র বিনিয়োগকারীর সংখ্যা কমেছে।

বিএসইসির পরিচালক ও মূখপাত্র আবুল কালাম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুঁজিবাজারে বিনিয়োগকারীর সংখ্যা ও বিনিয়োগ কমছে এমন বক্তব্য সাম্প্রতিক সময়ে দেখা গেছে। কিন্তু বিষয়টি সত্য নয়। মূলত বিগত বছরের তুলনায় ২০২৫ সালে পুঁজিবাজারে বড় বিনিয়োগকারীর সংখ্যা বেড়েছে।

দেখা গেছে, ৫০ কোটি থেকে ৫০০ কোটি টাকা এবং তদুর্ধ্ব পোর্টফোলিও এর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি বিগত বছরের তুলনায় মাঝারি বিনিয়োগকারী তথা ৫০ লক্ষের ঊর্ধ্বে ও ৫০ কোটি টাকার নিচের পোর্টফোলিও এর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। একইসাথে বিগত বছরের তুলনায় ক্ষুদ্র বিনিয়োগকারী তথা ১ লক্ষের ঊর্ধ্বে ও ৫০ লক্ষ টাকার নিম্নের পোর্টফোলিও এর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

তবে বিগত বছরের তুলনায় অতি ক্ষুদ্র বিনিয়োগকারী তথা ১ লক্ষ টাকার নিচের পোর্টফোলিও এর সংখ্যা হ্রাস পেয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে