ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

বাজারে এলো এনকে ৩০০ সিসি ও এনকে ১২৫ সিসি

২০২৫ জুলাই ২৮ ১৬:৪১:৫০
বাজারে এলো এনকে ৩০০ সিসি ও এনকে ১২৫ সিসি

বিশ্ববিখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড সিএফমোটো বাংলাদেশের বাজারে তাদের ফ্ল্যাগশিপ স্পোর্টস বাইকের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। সম্প্রতি এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে “পাওয়ার প্রিসিজন প্রাইড” স্লোগানে দেশের মোটরসাইকেল শিল্পে এক নতুন মাইলফলক স্থাপন করেছে। উদ্বোধন করা হয়েছে দুটি ফ্ল্যাগশিপ মডেল: এনকে ১২৫ সিসি এবং এনকে ৩০০ সিসি।

সিএফমোটো ৩০০ সিসি বাইকটি বিশেষভাবে গতিপ্রেমীদের জন্য নকশা করা হয়েছে। ২৯২.৪ সিসি ইঞ্জিনসমৃদ্ধ এই মডেলটি শহরের রাস্তায় ও রেস ট্র্যাকে দারুণ পারফরম্যান্স দেয়। উন্নত নিরাপত্তা ও নিয়ন্ত্রণের জন্য রয়েছে ডুয়েল-চ্যানেল এবিএস, আর আক্রমণাত্মক রাইডিং স্টাইলের জন্য বাইকটিতে রয়েছে স্পোর্টি রাইডিং পজিশন। এতে যুক্ত হয়েছে সিঙ্গেল-সিলিন্ডার, লিকুইড-কুলড ইএফআই ইঞ্জিন, যা ২৯ বিএইচপি শক্তি ও ২৫ এনএম টর্ক উৎপাদন করে। বাড়তি ফিচারের মধ্যে রয়েছে আধুনিক টিএফটি ডিসপ্লে এবং ইউএসডি সাসপেনশন, যা রাইডিং অভিজ্ঞতাকে আরও রোমাঞ্চকর করে তোলে। গতি ও পারফরম্যান্সপ্রেমী রাইডারদের জন্য এটি একটি নিখুঁত পছন্দ।

সিএফমোটো ১২৫ এনকে নকশা করা হয়েছে তাদের জন্য যারা স্টাইল, পারফরম্যান্স এবং আধুনিক প্রযুক্তি একসাথে চান। ডিওএইচসি ৪-ভালভ ইএফআই ইঞ্জিন এবং ৬-স্পিড গিয়ারবক্স সমৃদ্ধ এই বাইকটি ১৫ বিএইচপি শক্তি (১১,০০০ আরপিএম) এবং ১১ এনএম টর্ক (৮,৫০০ আরপিএম) উৎপাদন করে, যা রাইডিংকে করে মসৃণ ও রোমাঞ্চকর। লিকুইড-কুলিং সিস্টেম দীর্ঘ যাত্রায় স্থিতিশীল পারফরম্যান্স নিশ্চিত করে।

বাইকটিতে রয়েছে ডুয়েল-চ্যানেল এবিএস ও ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, যা যেকোনো রাস্তার অবস্থায় অতিরিক্ত নিরাপত্তা ও নিয়ন্ত্রণ দেয়। রাইডারদের সুবিধার্থে রয়েছে টিএফটি ডিজিটাল ক্লাস্টার, ইউএসবি চার্জিং পোর্ট, এবং চওড়া স্পোর্টি টায়ার (সামনে ১১০/৭০ R17 ও পিছনে ১৪০/৬০ R17), যা বাইকটির কার্যকারিতা ও নান্দনিকতায় এক নতুন মাত্রা যোগ করেছে।

জেম ব্ল্যাক ও জেফির ব্লু – এই দুটি আকর্ষণীয় রঙে বাজারে আসছে বাইকটি। সিএফমোটো ১২৫ এনকে শুধুমাত্র একটি মোটরসাইকেল নয়, বরং শহুরে রাইডারদের জন্য স্টাইল ও পারফরম্যান্সের এক অনন্য প্রকাশ। সিএফমোটো ৩০০ এনকের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ২৮ হাজার টাকা। ১২৫ এনকের মূল্য শীঘ্রই ঘোষণা করা হবে।

মাজবা উদ্দিন মামুন (সভাপতি), বোরহান উদ্দিন তানবীর (ব্যবস্থাপনা পরিচালক), রেজাউল করিম (প্রধান নির্বাহী কর্মকর্তা) এবং অন্যান্য সিএফমোটো প্রতিনিধি এক যৌথ বিবৃতিতে বলেন, “আমরা বাংলাদেশে সিএফমোটোর যাত্রা শুরু করতে পেরে উচ্ছ্বসিত। এই উদ্বোধন দেশের মোটরসাইকেল বাজারে এক নতুন অধ্যায় সূচনা করল। উন্নত প্রযুক্তি, স্টাইল এবং পারফরম্যান্সের সমন্বয়ে আমরা স্থানীয় রাইডারদের চাহিদা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ।”

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে