ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

সুকুক অনিয়মে শিবলী-সামসুদ্দিনকে শেয়ারবাজারে নিষিদ্ধ

২০২৫ জুলাই ৩০ ১৬:১১:৫১
সুকুক অনিয়মে শিবলী-সামসুদ্দিনকে শেয়ারবাজারে নিষিদ্ধ

অর্থ বাণিজ্য প্রতিবেদক : বেক্সিমকোর সুকুক বন্ডের অনিয়মের কারনে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে আজীবন নিষিদ্ধ করেছে বিএসইসি। এছাড়া বিএসইসির সাবেক কমিশনার শেখ সামসুদ্দিন আহমেদকে ৫ বছর নিষিদ্ধ করেছে। ৯৬৫ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৩০ জুলাই) বিএসইসির পরিচালক ও মূখপাত্র আবুল কালাম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, Bangladesh Export Import Company Limited (BEXIMCO) এর ৩০০০ কোটি টাকার ৫ বছর মেয়াদি BEXIMCO Secured Convertible or Redeemable Asset-Backed Green Sukuk এর প্রস্তাব ২৩ জুন, ২০২১ তারিখে অনুষ্ঠিত কমিশনের ৭৭৯ তম কমিশন সভায় অনুমোদিত হয়। প্রস্তাবিত গ্রীণ সুকুকটি ২২৫০ কোটি প্রাইভেট প্লেসমেন্ট (৭৫০ কোটি বিদ্যমান শেয়ারহোল্ডারদের নিকট হতে এবং ১৫০০ কোটি বিদ্যমান শেয়ারহোল্ডারদের ব্যতীত অন্যান্য বিনিয়োগকারীদের নিকট হতে) এর মাধ্যমে এবং ৭৫০ কোটি প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) এর মাধ্যমে ইস্যুর জন্য অনুমোদিত হয়। ওই সুকুকের মাধ্যমে উত্তোলিত অর্থ BEXIMCO Limited এর টেক্সটাইল ইউনিটের কার্যক্রম বর্ধিতকরণ এবং উহার দুইটি সাবসিডিয়ারি নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন প্রকল্প: তিস্তা সোলার লি. ও করতোয়া সোলার লি. -এ ব্যবহার করে পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণের কথা ছিল। উক্ত সুকুকের প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ছিল ১০০ টাকা এবং ন্যূনতম সাবসক্রিপশন মূল্য ছিল ৫০০০ টাকা। উক্ত সুকুকের অরিজিনেটর হিসেবে Bangladesh Export Import Company Limited (BEXIMCO), ইস্যুয়ার বা ট্রাস্ট/SPV হিসেবে Beximco Green Sukuk al-Istisna'a, ট্রাস্ট্রি হিসেবে Investment Corporation of Bangladesh, ইস্যু ম্যানেজার হিসেবে City Bank Capital Resources Limited ও Agrani Equity & Investment Limited, নিরীক্ষক হিসেবে M.J. Abedin & Co., Chartered Accountants এবং ক্রেডিট রেটিং প্রদানকারী হিসেবে Emerging Credit Rating Ltd (ECRL) দায়িত্ব পালন করেছে।

এ লক্ষ্যে সংশ্লিষ্ট বিধিমালার কতিপয় বিধি হতে Bangladesh Export Import Company Limited (BEXIMCO) কে কমিশন কর্তৃক অব্যাহতি প্রদান করা হয়। কিন্তু উক্ত অব্যাহতি প্রজ্ঞাপন সরকারি গেজেটে প্রকাশ হওয়ার পূর্বেই উক্ত সুকুক ইস্যুর আবেদন ২৩ জুন, ২০২১ তারিখে কমিশন কর্তৃক অনুমোদিত হয় এবং কমিশন কর্তৃক ৮ জুলাই ২০২১ তারিখে সম্মতি পত্র বা কনসেন্ট লেটার ইস্যু করা হয়। পরবর্তীতে বিধিবহির্ভূতভাবে ক্ষমতা অপব্যবহার করে উক্ত সুকুকের পাবলিক সাবসক্রিপশন পিরিয়ড ২৩ আগস্ট ২০২১ (বিধিমোতাবেক সর্বশেষ সাবসক্রিপশনের পিরিয়ড) হতে ৩০ সেপ্টেম্বর ২০২১- পর্যন্ত বৃদ্ধি করা হয়।

এ বিষয়ে ‘পুঁজিবাজার অনুসদ্ধান ও তদন্ত কমিটি’ কর্তৃক অনুসন্ধান ও তদন্ত পরিচালিত হয়েছে এবং এর প্রতিবেদন কমিশনে জমা হয়েছে। এ সংশ্লিষ্ট বিষয়সমূহ বিবেচনায় নিয়ে নিম্নোক্ত সিদ্ধান্তসমূহ কমিশন কর্তৃক গৃহীত হয়েছে:

ক) বিএসইসির তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে পুঁজিবাজারে আজীবন অবাঞ্চিত (Persona non grata) এবং তৎকালীন কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদকে ৫ বছরের জন্য পুঁজিবাজারে অবাঞ্চিত (Persona non grata) ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খ) BEXIMCO Secured Convertible or Redeemable Asset-Backed Green Sukuk এর উপর উল্লেখিত ‘পুঁজিবাজার অনুসদ্ধান ও তদন্ত কমিটি’ কর্তৃক পরিচালিত অনুসন্ধান ও তদন্তের অতিরিক্ত কমিশন কর্তৃক তদন্ত পূর্বক BEXIMCO Secured Convertible or Redeemable Asset-Backed Green Sukuk সংশ্লিষ্ট অনিয়ম ও বিধিবিধান ভঙ্গের সাথে জড়িত সকলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে