ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

সামনে শুধু সচিন

২০২৫ জুলাই ২৬ ১০:১৮:১৯
সামনে শুধু সচিন

খেলাধূলা ডেস্ক : ম্যানচেষ্টারে নজির গড়লেন জো রুট। টেস্টে সর্বাধিক রানের তালিকায় দ্বিতীয় স্থানে উঠলেন তিনি। এক দিনেই রাহুল দ্রাবিড়, জ্যাক ক্যালিস ও রিকি পন্টিংকে টপকে গেলেন ইংল্যান্ডের এই ব্যাটার। তাঁর সামনে এখন শুধুই সচিন টেন্ডুলকর। ম্যানচেস্টারে ভারতের বিরুদ্ধে শতরান করে নজিরও গড়েছেন রুট।

ব্যাট করতে নামার সময় রুটের রান ছিল ১৩,২৫৯। তখন তাঁর উপরে সচিন ছাড়াও ছিলেন দ্রাবিড়, ক্যালিস ও পন্টিং। একে একে সকলকে টপকালেন তিনি। মাত্র আট বলের ব্যবধানে দ্রাবিড় ও কালিসকে ছাপিয়ে যান রুট। তবে পন্টিংকে টপকাতে সময় লাগল তাঁর। ১১৯ রানের মাথায় অংশুল কম্বোজের বলে সিঙ্গল নিয়ে পন্টিংকে টপকে গেলেন তিনি। শেষ পর্যন্ত ১৫০ রানে আউট হলেন রুট। অর্থাৎ, টেস্টে তাঁর রান বেড়ে হল ১৩,৪০৯।

১৬৮ টেস্টে ১৩,৩৭৮ রান করেছেন পন্টিং। ১৬৬ টেস্টে ক্যালিসের রান ১৩,২৮৯। দ্রাবিড় ১৬৪ টেস্টে ১৩,২৮৮ রান করেছেন। তাঁদের থেকে কম টেস্টে তাঁদের টপকেছেন রুট। এটা তাঁর ১৫৮তম টেস্ট। শীর্ষে থাকা সচিন ২০০ টেস্টে ১৫,৯২১ রান করেছেন। সেই রেকর্ড ভাঙতে হলে এখনও কয়েক বছর খেলতে হবে রুটকে। তবে রুটের যা ফিটনেস ও ইংল্যান্ড বছরে যতগুলো টেস্ট খেলে, তাতে সচিনের রেকর্ড ভাঙা অসম্ভব নয় রুটের পক্ষে।

ম্যানচেস্টারে ভারতের বিরুদ্ধে নিজের ১২তম টেস্ট শতরান করলেন রুট। ভারতের বিরুদ্ধে টেস্টে এত শতরান আর কারও নেই। স্টিভ স্মিথ ১১টা শতরান করেছেন। এ বার স্মিথকে ছাপিয়ে গেলেন রুট। নজির গড়লেন তিনি।

টেস্টে শতরানের তালিকাতেও চার নম্বরে উঠলেন রুট। টেস্টে ৩৮তম শতরান করলেন তিনি। শ্রীলঙ্কার কুমার সঙ্গকারারও ৩৮টা শতরান রয়েছে। শীর্ষে থাকা সচিনের শতরানের সংখ্যা ৫১। দুই নম্বরে থাকা কালিস ৪৫ ও তিনে থাকা পন্টিং ৪১টা শতরান করেছেন। শেষ পাঁচ বছরে ২২টা শতরান করেছেন রুট। ফলে রানের পাশাপাশি শতরানের নিরিখেও সকলকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে রুটের।

পাঠকের মতামত:

খেলাধূলা এর সর্বশেষ খবর

খেলাধূলা - এর সব খবর



রে