ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

সাড়ে ১০ মাস পর শুন্য পদে কমিশনার পেল বিএসইসি

২০২৫ জুলাই ২৯ ১৭:৫৭:১৯
সাড়ে ১০ মাস পর শুন্য পদে কমিশনার পেল বিএসইসি

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দীর্ঘ সাড়ে ১০ মাস পর শুন্য পদে নতুন কমিশনার পেল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এতে নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুদ্দিন। আগামী ৪ বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (২৯ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি জারি করেন সিনিয়র সহকারী সচিব ফারজানা জাহান।

এর আগে বিএসইসির অযোগ্য চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদকে সঙ্গে নিয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ড. নাহিদ হোসেনের ষড়যন্ত্রে সাবেক কমিশনার ড. এটিএম তারিকুজ্জামান সাড়ে ১০ মাস আগে পদত্যাগ করে বিদায় নিলেও এতোদিন পদটি শূন্য ছিল।

ষড়যন্ত্রের স্বীকার হয়ে গত বছরের ১৭ সেপ্টেম্বর আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ভারপ্রাপ্ত সচিবের কাছে পদত্যাগ পত্র জমা দেন তারিকুজ্জামান। তার বিদায়ের সাড়ে ১০ মাস পর এসে সৃষ্ট শূন্য পদে কাউকে নিয়োগ দেওয়া হলো।

সাইফুদ্দিনের নিয়োগ দেওয়া প্রজ্ঞাপনে বলা হয়, মো. সাইফুদ্দিন, সিএফএ—বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর ধারা ৫(২) অনুযায়ী কমিশনার হিসেবে নিয়োগ পাচ্ছেন। তবে এ নিয়োগের শর্ত হিসেবে তিনি অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করবেন।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, তাঁর বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি দ্বারা নির্ধারিত হবে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে