অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এসবিএসি ব্যাংকের ২০২৪ সালে প্রকৃতপক্ষে ৮০০ কোটি টাকা টাকার বেশি লোকসান হয়েছে। তবে এ ব্যাংকটির ওই বছরের ব্যবসায় প্রায় ১১ কোটি টাকা মুনাফা দেখানো হয়েছে।

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এসবিএসি ব্যাংকের ২০২৪ সালে প্রকৃতপক্ষে ৮০০ কোটি টাকা টাকার বেশি লোকসান হয়েছে। তবে এ ব্যাংকটির ওই বছরের ব্যবসায় প্রায় ১১ কোটি টাকা মুনাফা দেখানো হয়েছে।

ব্যাংকটির ২০২৪ সালের আর্থিক হিসাব নিরীক্ষা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ব্যাংকটির ২০২৪ সালে নিট মুনাফা ১০.৭১ কোটি টাকা বা শেয়ারপ্রতি ০.১৩ টাকা মুনাফা দেখানো হয়েছে। আর ব্যাংকটির শেয়ারপ্রতি নিট ১৩.৪৫ টাকা সম্পদ দেখানো হয়েছে।

তবে নিরীক্ষক জানিয়েছেন, এ ব্যাংকটির ২০২৪ সালের আর্থিক হিসাবে ৮১০ কোটি ৭৫ লাখ টাকার সঞ্চিতি ঘাটতি রয়েছে। যা বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের মাধ্যমে পরবর্তীতে গঠন করার সুযোগ পেয়েছে ব্যাংকটি। যাতে ব্যাংকটির ভবিষ্যতে এই বিশাল সঞ্চিতির নেতিবাচক প্রভাব পড়বে। তবে ২০২৪ সালে যদি ওই সঞ্চিতি গঠন করা হতো, তাহলে ব্যাংকটির ওই বছরে ৮০০ কোটি ৪ লাখ টাকা বা শেয়ারপ্রতি ৯.৭১ টাকা লোকসান হতো।

এদিকে ওই প্রয়োজনীয় সঞ্চিতি ২০২৪ সালে গঠন করা হলে ব্যাংকটির নিট শেয়ারপ্রতি সম্পদ ১৩.৪৫ টাকা থেকে কমে ৩.৭৪ টাকায় নেমে আসতো।

আরও পড়ুন....

যেভাবে শেয়ারপ্রতি ১১.৩৩ টাকা লোকসানের এনআরবিসি ০.০৫ টাকা মুনাফায়

উল্লেখ্য, ২০২১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া এসবিএসি ব্যাংকের পরিশোধিত মূলধনের পরিমাণ ৮২৪ কোটি ১৯ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৩১.৮১ শতাংশ। কোম্পানিটির শনিবার (২১ জুন) শেয়ার দর দাঁড়িয়েছে ৬.৮০ টাকায়।