অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত কয়েক বছর ধরে নিয়মিত অস্তিত্ব সংকটে পড়েছে বিভিন্ন লিজিং কোম্পানি। সেই তালিকায় প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টও রয়েছে। এ কোম্পানিটির সম্পদের থেকে দায় বেশি।

২০২৪ সালের বার্ষিক আর্থিক হিসাব প্রকাশের নির্ধারিত সময় শেষ হয়ে গেলেও চলতি বছরের ১৬ এপ্রিল ২০২২ সালেরটি প্রকাশ করেছে প্রাইম ফাইন্যান্স কর্তৃপক্ষ। যে আর্থিক হিসাবে কোম্পানির অস্তিত্ব সংকটের কথা তুলে ধরেছেন নিরীক্ষক।

নিরীক্ষকের প্রতিবেদন অনুযায়ি, প্রাইম ফাইন্যান্স বর্তমানে নগদ অর্থের সংকটে রয়েছে। আর সংরক্ষিত ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত কয়েক বছর ধরে নিয়মিত অস্তিত্ব সংকটে পড়েছে বিভিন্ন লিজিং কোম্পানি। সেই তালিকায় প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টও রয়েছে। এ কোম্পানিটির সম্পদের থেকে দায় বেশি।

২০২৪ সালের বার্ষিক আর্থিক হিসাব প্রকাশের নির্ধারিত সময় শেষ হয়ে গেলেও চলতি বছরের ১৬ এপ্রিল ২০২২ সালেরটি প্রকাশ করেছে প্রাইম ফাইন্যান্স কর্তৃপক্ষ। যে আর্থিক হিসাবে কোম্পানির অস্তিত্ব সংকটের কথা তুলে ধরেছেন নিরীক্ষক।

নিরীক্ষকের প্রতিবেদন অনুযায়ি, প্রাইম ফাইন্যান্স বর্তমানে নগদ অর্থের সংকটে রয়েছে। আর সংরক্ষিত মুনাফা (রিটেইন আর্নিংস) ২০১৫ সাল থেকে ঋণাত্মক রয়েছে। এ কোম্পানিটির প্রদত্ত ঋণের মধ্যে অধীনস্থ ও সহযোগি কোম্পানিতে দেওয়া ঋণও খেলাপি হয়ে গেছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, কোম্পানিটির ১৯৪ কোটি ৮৬ লাখ টাকার সঞ্চিতি (প্রভিশন) ২০২৩ সাল থেকে পরবর্তী ৮ বছরের জন্য সমান হারে রাখার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু কোম্পানিটি গত ৫ বছর ধরে ব্যবসায় লোকসানে রয়েছে। এমনকি শেষ ২ বছর ধরে পরিচালন লোকসানে রয়েছে। এ অবস্থা চলতে থাকলে সঞ্চিতি গঠনের মতো পর্যাপ্ত মুনাফা করা কোম্পানিটির পক্ষে সম্ভব না।

চলমান এই শোচণীয় দুরাবস্থার কারনে প্রাইম ফাইন্যান্সের ব্যবসা চালানোর সক্ষমতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক।

আরও পড়ুন.....

মেঘনা ইন্স্যুরেন্সে আইনের ব্যত্যয়, আছে ৪৩ কোটি টাকার আয়কর জটিলতা

উল্লেখ্য, ২০০৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া প্রাইম ফাইন্যান্সের পরিশোধিত মূলধনের পরিমাণ ২৭২ কোটি ৯২ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৪০.৮৬ শতাংশ। কোম্পানিটির বুধবার (২৩ জুলাই) শেয়ার দর দাঁড়িয়েছে ৪.৪০ টাকায়।