অর্থ বাণিজ্য প্রতিবেদক : দৃঢ়তার প্রতিশ্রুতি নিয়ে জিপিএইচ ইস্পাত নিয়ে এসেছে ইতিহাসের সর্বাধুনিক কোয়ান্টাম টেকনোলজি। জিপিএইচ কোয়ান্টাম প্রযুক্তিতে কন্টিনিউয়াস কাস্টিং মেশিন থেকে শতভাগ পরিশোধিত বিলেট উৎপাদন করা হয়। যার প্রতিটি স্টিল রিবারে ইউনিফর্ম মার্টেনসাইট রিং গঠন নিশ্চিত করে। যার ফলে রিবারের ইউনিফর্ম স্ট্রেংথ, সুপিরিয়র ডাক্টিলিটি ও হায়েস্ট বেন্ডিবিলিটি অক্ষুন্ন থাকে। জিপিএইচ ইস্পাতই নির্মাণ করে বিশ্বসেরা পিউর এন্ড ক্লিন কোয়ান্টাম কনস্ট্রাকশন স্টিল। টেলিভিশনে চোখ রাখলেই জিপিএইচের এমন প্রচার-প্রচারণা চোখে পড়বে।

অথচ এমন ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দৃঢ়তার প্রতিশ্রুতি নিয়ে জিপিএইচ ইস্পাত নিয়ে এসেছে ইতিহাসের সর্বাধুনিক কোয়ান্টাম টেকনোলজি। জিপিএইচ কোয়ান্টাম প্রযুক্তিতে কন্টিনিউয়াস কাস্টিং মেশিন থেকে শতভাগ পরিশোধিত বিলেট উৎপাদন করা হয়। যার প্রতিটি স্টিল রিবারে ইউনিফর্ম মার্টেনসাইট রিং গঠন নিশ্চিত করে। যার ফলে রিবারের ইউনিফর্ম স্ট্রেংথ, সুপিরিয়র ডাক্টিলিটি ও হায়েস্ট বেন্ডিবিলিটি অক্ষুন্ন থাকে। জিপিএইচ ইস্পাতই নির্মাণ করে বিশ্বসেরা পিউর এন্ড ক্লিন কোয়ান্টাম কনস্ট্রাকশন স্টিল। টেলিভিশনে চোখ রাখলেই জিপিএইচের এমন প্রচার-প্রচারণা চোখে পড়বে।

অথচ এমন একটি বিশ্বমানের পণ্য তৈরী করা জিপিএইচ ইস্পাতের ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায় ও লভ্যাংশে ধস নেমেছে। এ কোম্পানিটির আগের অর্থবছরে শেয়ারপ্রতি ১.৭৭ টাকা করে নিট মুনাফা হয়েছিল ৮৫ কোটি ৭৭ লাখ টাকার। তবে ২০২৪-২৫ অর্থবছরে শেয়ারপ্রতি (০.৫১) টাকা করে ২৪ কোটি ৬৮ লাখ টাকা লোকসান হয়েছে। ব্যবসায় এমন পতনে লভ্যাংশে অবনমন হয়েছে বিশ্ব প্রযুক্তির জিপিএইচ ইস্পাতের। আগের বছর ১০% নগদ লভ্যাংশ দেওয়া কোম্পানিটির পর্ষদ এ বছর শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের জন্য ৫% নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ব্যবসায় এ জাতীয় উত্থান-পতনের কারন স্টেকহোল্ডারদের জানানো বাধ্যতামূলক থাকলেও জিপিএইচ ইস্পাত কর্তৃপক্ষ তা ডিএসইর মাধ্যমে জানায়নি।

এই কোম্পানিটির পর্ষদ ২০২৪-২৫ অর্থবছরে ২৪ কোটি ৬৮ লাখ টাকার লোকসান সত্ত্বেও সাধারন শেয়ারহোল্ডারদের ১৪ কোটি ১৩ লাখ টাকার নগদ লভ্যাংশ দেবে।

জিপিএইচ ইস্পাত ২০০৮ সালে ব্যবসায় শুরু করে। এরপরে ৪ বছরের মাথায় ২০১২ সালে শেয়ারবাজারে আসে। ওইসময়ে কোম্পানিটি প্রতিটি শেয়ার ৩০ টাকা (প্রিমিয়াম ২০ টাকা) দরে ইস্যুর মাধ্যমে ৬০ কোটি টাকা সংগ্রহ করে। এর ৪ বছর পরে (২০১৬ সাল) এসে ১৪ টাকা দরে ১৮ কোটি ৭১ লাখ ১০ হাজার রাইট শেয়ার ইস্যু করে। এর মাধ্যমে কোম্পানিটি শেয়ারবাজার থেকে ২৬১ কোটি ৯৫ লাখ ৪০ হাজার টাকা সংগ্রহ করে। কিন্তু তারপরেও কোম্পানিটির পর্ষদ বোনাস শেয়ার থেকে বেরোতে পারেনি।

আরও পড়ুন……

১১২ টাকা ইস্যু মূল্যের ক্রাউন সিমেন্টের ২.১০ টাকা লভ্যাংশ ঘোষণা

২০১৬ সালে রাইট শেয়ার ইস্যুর পরে ২০১৬-১৭ অর্থবছরের ব্যবসায় কোম্পানিটির পর্ষদ ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করে। যা ২০১৭-১৮ অর্থবছরে শুধুমাত্র ১০ শতাংশ বোনাস শেয়ার দেয়। এরপরে ২০১৮-১৯ ও ২০১৯-২০ অর্থবছরে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার করে লভ্যাংশ দেয়। এরপরের বছর (২০২০-২১) ২০ শতাংশ নগদের পাশাপাশি ১০ শতাংশ বোনাস, ২০২১-২২ অর্থবছরের ব্যবসায় ৫.৫০ শতাংশ নগদ ও ৫.৫০ শতাংশ বোনাস, ২০২২-২৩ অর্থবছরে ৫% নগদ ও ৫% বোনাস ও ২০২৩-২৪ অর্থবছরের ব্যবসায় ১০% নগদ লভ্যাংশ দেয়। আর সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায় শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডার ৫% নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

নিয়মিত বোনাস শেয়ার প্রদান ও ২০১৬ সালে রাইট ইস্যুর মাধ্যমে কোম্পানিটির বর্তমানে পরিশোধিত মূলধন দাঁড়িয়েছে ৪৮৩ কোটি ৮৮ লাখ টাকা। যার পরিমাণ আইপিও পূর্ব ছিল মাত্র ৫০ কোটি টাকা। অর্থাৎ শেয়ারবাজারে আসার পরে কোম্পানিটির পরিশোধিত মূলধন বাড়ানো হয়েছে ৪৩৩ কোটি ৮৮ লাখ টাকা বা ৮৬৮ শতাংশ।

২০১২ সালে জিপিএইচ শেয়ারবাজারে তালিকাভুক্তির পরে কোম্পানিটির পর্ষদ ১৪ বার লভ্যাংশ ঘোষণা করেছে। এরমধ্যে ৪ বার শুধুমাত্র বোনাস শেয়ার ঘোষণা করেছে। আর ৬ বার বোনাস শেয়ারের পাশাপাশি নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আর ৪ বার শুধুমাত্র নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

এরপরেও জিপিএইচ ইস্পাত চলতি বছরে ১০.০০ (দশ) টাকা অভিহিত মূল্যের ১৬,১২,৯৪,৪৮৫ টি সাধারণ শেয়ার প্রতিটি ১৫.০০ টাকা মূল্যে ১:৩ হারে রাইটস শেয়ার ইস্যুর মাধ্যমে মোট ২৪১,৯৪,১৭,২৭৫/- টাকা মূলধন সংগ্রহের আবেদন করেছিল। তবে গত ২৭ মে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই আবেদন বাতিল করে দিয়েছে।

এরপরে কোম্পানিটির পর্ষদ ৫০০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করতে চেয়েছিল। যার অনুমোদন দেয়নি বিএসইসি। গত ২২ জুন প্রেফারেন্স শেয়ার ইস্যুর প্রস্তাব বাতিল করে দিয়েছে বিএসইসি।

উল্লেখ্য ৩০ টাকা ইস্যু দরের জিপিএইচ ইস্পাতের শেয়ার দর মঙ্গলবার (০২ ডিসেম্বর) লেনদেন শেষে দাঁড়িয়েছে ১৭.১০ টাকায়।