ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

শেয়ারবাজারে একদিনের ব্যবধানে আবারও বড় পতন

২০২৫ অক্টোবর ১৯ ১৪:৪৯:১২
শেয়ারবাজারে একদিনের ব্যবধানে আবারও বড় পতন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে কিছুদিন ধরে চলছে পতন। এতে করে হতাশা তৈরি হয়েছে বিনিয়োগকারীদের মধ‍্যে। এরমধ্যে এক কার্যদিবসের ব্যবধানে রবিবার (১৯ অক্টোবর) শেয়ারবাজারে আবারও বড় পতন হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭৯ শতাংশের বেশি কোম্পানির দর পতন হয়েছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫০৪৪ পয়েন্টে। যা বৃহস্পতিবার ৩ পয়েন্ট বাড়লেও বুধবার ৮১ পয়েন্ট ও মঙ্গলবার ৩০ পয়েন্ট কমেছিল।

৫ ব্যাংকের একীভূতকরন ও ৯ লিজিং কোম্পানির অবসায়নের খবরে শেয়ারবাজারে পতন চলছে। কারন ওইসব প্রতিষ্ঠানে সাধারন বিনিয়োগকারীদের কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগ থাকলেও অবসায়নের ফলে তারা কোন কিছু পাবে না। ওইসব প্রতিষ্ঠান এরইমধ্যে ভয়াবহ আর্থিক কেলেঙ্কারীর জন্য সম্পদ ঋণাত্মকে নেমে গেছে।

রবিবার ডিএসইতে ৪৪২ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের কার্যদিবসে হয়েছিল ৪৪৪ কোটি ৫১ লাখ টাকা। এ হিসেবে লেনদেন কমেছে ২ কোটি ১১ লাখ টাকার বা ০.৪৭ শতাংশ।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৪৪ টি বা ১১.১১ শতাংশের। আর দর কমেছে ৩১৪ টি বা ৭৯.২৯ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৩৮ টি বা ৯.৬০ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ১০ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৭৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩০ টির, কমেছে ১৩৩ টির এবং পরিবর্তন হয়নি ১৫ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৮৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪২৮১ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৯ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৩৪ পয়েন্ট কমেছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে