ঢাকা, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

রিজার্ভ থেকে লভ্যাংশ দেবে ফেডারেল ইন্স্যুরেন্স

২০২৪ এপ্রিল ২৯ ১২:১৭:০৮
রিজার্ভ থেকে লভ্যাংশ দেবে ফেডারেল ইন্স্যুরেন্স

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ফেডারেল ইন্স্যুরেন্সের ২০২৩ সালের ব্যবসায় অর্জিত মুনাফার থেকে বেশি লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। ফলে মুনাফার অতিরিক্ত লভ্যাংশ রিজার্ভ থেকে দেওয়া হবে।

বীমা কোম্পানিটির সর্বশেষ ২০২৩ সালে শেয়ারপ্রতি ০.৯৬ টাকা হিসেবে ৬ কোটি ৮২ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। তবে কোম্পানিটির পর্ষদ ১০ শতাংশ বা শেয়ারপ্রতি ১ টাকা হিসাবে মোট ৭ কোটি ১০ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এক্ষেত্রে মুনাফার অতিরিক্ত ২৮ লাখ টাকার লভ্যাংশ রিজার্ভ থেকে দেওয়া হবে।

উল্লেখ্য, ৭১ কোটি ৪ লাখ টাকা পরিশোধিত মূলধনের ফেডারেল ইন্স্যুরেন্সের ২১ কোটি ৮ লাখ টাকার রিজার্ভ রয়েছে। এ কোম্পানিটির রবিবার (২৮ এপ্রিল) লেনদেন শেষে শেয়ার দর দাঁড়িয়েছে ২৩ টাকা।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে