ঢাকা, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১

পাকিস্তানের জাতীয় দলের চেয়ে মহল্লার ক্রিকেট ভালো

২০২৪ সেপ্টেম্বর ২৭ ১১:৩১:৫৮
পাকিস্তানের জাতীয় দলের চেয়ে মহল্লার ক্রিকেট ভালো

অর্থ বাণিজ্য ডেস্ক : পিসিবি ও পাকিস্তান দলের দিকে তির ছুড়েছেন দানেশ কানেরিয়া। পাকিস্তানের সাবেক লেগ স্পিনার পাকিস্তান দলকে মহল্লার ক্রিকেট দলের চেয়েও বাজে বলে উল্লেখ করেছেন। বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের সিরিজে ধবলধোলাই হওয়ার বিষয়টি হজম করতে না পেরে এ মন্তব্য করেছেন।

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে কানেরিয়া বলেছেন, ‘পাকিস্তান ক্রিকেট দলের মান এতটা নিচে যে, এমনকি মহল্লার একটি দলও তাদের চেয়ে ভালো।’ এসবের জন্য অবশ্য পিসিবিকেই দায় দিচ্ছেন সাবেক লেগ স্পিনার, ‘সবকিছুর কারণ পিসিবি। জাতীয় দলের এমন গড়পড়তার নিচের পারফরম্যান্সের দায় তাদেরই।’

পাকিস্তান দলের নেতৃত্বই ঠিক হচ্ছে না বলে মনে করেন কানেরিয়া। আরেকটু অতীতে গিয়ে তিনি বাবর আজমকে নেতৃত্ব দেওয়া নিয়েই প্রশ্ন তুলেছেন, ‘সরফরাজ ভালো অধিনায়কত্ব করার পরও কেন বাবর আজমকে নেতৃত্ব দেওয়া হয়েছিল, আমি তা বুঝতে পারছি না।’

একজন অধিনায়কের গুণাবলি কেমন হওয়া উচিত, সেটা বোঝাতে গিয়ে কানেরিয়া বলেছেন, ‘অধিনায়ক হবেন সে–ই, যে চাপ নিজের কাঁধে নিতে পারবে এবং দলকে নিজের পারফরম্যান্স দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাবে। যেখানে (ওয়ানডে ও টি–টোয়েন্টির অধিনায়ক) বাবর ও (টেস্ট অধিনায়ক) শান মাসুদের দুজনই ব্যর্থ হয়েছে।’

ঘরের মাঠে বাবর বা মাসুদের কেউই একটি সেঞ্চুরিও করতে না পারায় অবাকই হয়েছেন কানেরিয়া। পাকিস্তান আর ভারতের ক্রিকেটারদের তুলনা করে তিনি বলেন, ‘বর্তমান ভারত দলের দিকে তাকালে আপনি দেখবেন, দলের প্রয়োজনে প্রত্যেকেই দায়িত্ব নেয় এবং পারফর্ম করে। শুবমান (গিল), ঋষভ (পন্ত), (রবিচন্দ্রন) অশ্বিন—প্রত্যেকেই অবদান রাখে এবং এ কারণেই তারা বিশ্বমানের দল।’

পাঠকের মতামত:

খেলাধূলা এর সর্বশেষ খবর

খেলাধূলা - এর সব খবর



রে