ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

টসে টানা ১৩ হার

২০২৫ মার্চ ০২ ১৮:৫৫:৩৬
টসে টানা ১৩ হার

খেলাধূলা ডেস্ক : এক দিনের ক্রিকেটে অপ্রত্যাশিত নজির গড়ল ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে রোহিত শর্মা টস হারতেই তৈরি হল নতুন নজির। ২০২৩ সালের এক দিনের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ থেকে টানা টস হেরে চলেছে ভারত।

ক্রিকেটে টস অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় কোনও কোনও ক্ষেত্রে। পিচ এবং আবহাওয়া বুঝে আগে ব্যাট বা ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় টসজয়ী দল। কিন্তু এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে সেই সুযোগই পাচ্ছে না ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে রবিবারও টস হারলেন রোহিত। এই নিয়ে পর পর ১৩টি এক দিনের ম্যাচে টস জিততে পারল না ভারত। এর মধ্যে রোহিতই ১০ বার টস হেরেছেন।

গত এক দিনের বিশ্বকাপ ফাইনালে টস হেরেছিলেন রোহিত। তার পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ়ের সব ম্যাচে টস হারেন লোকেশ রাহুল। শ্রীলঙ্কা এবং ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনে সিরিজ়ের কোনও ম্যাচে টস জিততে পারেননি রোহিত। এ বার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও পর পর তিনটি ম্যাচে টস হারলেন তিনি।

এক দিনের ক্রিকেটে টানা টস হারা অধিনায়কদের মধ্যে রোহিত রবিবারের পর রয়েছেন তৃতীয় স্থানে। শীর্ষে আছেন ব্রায়ান লারা। ওয়েস্ট ইন্ডিজ়ের প্রাক্তন অধিনায়ক টানা ১২টি এক দিনের ম্যাচে টস হেরেছিলেন। ১৯৯৮ সালের অক্টোবর থেকে ১৯৯৯ সালের মে মাস পর্যন্ত টানা ১২টি ম্যাচে টস ভাগ্য সঙ্গে ছিল না লারার। তালিকায় দ্বিতীয় স্থানে আছেন নেদারল্যান্ডসের প্রাক্তন অধিনায়ক পিটার বরেন। তিনি ২০১১ সালের মে মাস থেকে ২০১৩ সালের অগস্টের মধ্যে টানা ১২টি এক দিনের ম্যাচে টস হেরেছিলেন।

পাঠকের মতামত:

খেলাধূলা এর সর্বশেষ খবর

খেলাধূলা - এর সব খবর



রে