ঢাকা, সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

ফর্মে না থাকা পন্থকে টোটকা দিলেন শেবাগ

২০২৫ মে ০৫ ১৯:১৫:১২
ফর্মে না থাকা পন্থকে টোটকা দিলেন শেবাগ

খেলাধূলা ডেস্ক : আইপিএলে রান পাচ্ছেন না ঋষভ পন্থ। উইকেটরক্ষক হিসাবেও উল্লেখযোগ্য কিছু করতে পারেননি লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক। প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটারকে ফর্মে ফেরার উপায় বলে দিলেন বীরেন্দ্র শেবাগ। মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে পন্থকে কথা বলার পরামর্শ দিয়েছেন শেবাগ।

আইপিএলের লিগ পর্ব প্রায় শেষের দিকে। প্রায় দেড় মাস ধরে চলছে প্রতিযোগিতা। এখনও পরিচিত ফর্মে ফিরতে পারেননি পন্থ। লখনউয়ের ২৭ কোটির অধিনায়ককে নিয়ে শুরু হয়েছে সমালোচনা। পন্থকে নিয়ে উদ্বিগ্ন ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশও। তাঁদেরই অন্যতম শেবাগ। আইপিএলে ধারাভাষ্য দিচ্ছেন ভারতের প্রাক্তন ওপেনার। তিনি ফর্মে ফেরার জন্য পরামর্শ দিয়েছেন পন্থকে।

শেবাগ বলেছেন, ‘‘তোমার কাছে একটা মোবাইল ফোন আছে। যে কাউকে ফোন করতেই পার। তোমার মাথায় যদি নেতিবাচক চিন্তা আসে, তা হলে কারোর সঙ্গে আলোচনা করতেই পার। অনেক ক্রিকেটার রয়েছে, যারা তোমাকে পরামর্শ দিতে পারবে। তোমার আদর্শ তো ধোনি। ওকেই ফোন কর। কথা বললে অনেকটা হালকা হতে পারবে।’’ যদিও ধোনি নিজেও এবারের আইপিএলে ফর্মে নেই। ব্যাট করতে পারছেন না চেনা মেজাজে। প্রয়োজনের সময় পর্যাপ্ত রানের ইনিংস খেলতে পারছেন না।

ধোনির সঙ্গে কথা বলা ছাড়াও আইপিএলে খেলা ইনিংসগুলির ভিডিও দেখার পরামর্শও দিয়েছেন শেবাগ। তিনি বলেছেন, ‘‘আইপিএলে আগে অনেক রান করেছে পন্থ। নিজের ভাল ইনিংসগুলোর ভিডিও দেখতে পারে। তাতে আত্মবিশ্বাস বাড়বে। অনেক সময় আমরা কিছু জিনিস ভুলে যাই। দুর্ঘটনার আগে পন্থকে আমরা যে ভাবে দেখতাম, তার সঙ্গে এখনকার মিল নেই।’’

শেবাগ নিজের উদাহরণ দিয়ে আরও বলেছেন, ‘‘২০০৬-০৭ মৌসুমের কথা মনে আছে। রান পাচ্ছিলাম না। ভারতীয় দল থেকে বাদ পড়েছিলাম। সে সময় রাহুল দ্রাবিড় আমাকে বলেছিল, ফর্মে থাকার সময় দিনে যা যা করতাম, সেগুলো আবার করার জন্য। সেই সময়ের রুটিন অনুসরণ করার পরামর্শ দিয়েছিল। রুটিন পরিবর্তন অনেক সময় ফর্মকে প্রভাবিত করে।’’

রবিবার পঞ্জাব কিংসের কাছে ৩৭ রানে হারায় লখনউয়ের প্লে-অফে ওঠার রাস্তা কঠিন হয়েছে। পন্থ খেলেছেন ১৭ বলে ১৮ রানের ইনিংস। এবারের আইপিএলে এখনও পর্যন্ত ১১টি ম্যাচে ১২৮ রান করেছেন পন্থ। সর্বোচ্চ ৬৩। গড় ১২.৮০। স্ট্রাইক রেট ৯৯.২২।

পাঠকের মতামত:

খেলাধূলা এর সর্বশেষ খবর

খেলাধূলা - এর সব খবর



রে