ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সালমান-ঐশ্বরিয়ার প্রেম ভাঙ্গার কারন জানালের সোহেল খান

২০২৫ মে ০১ ১৯:৪৮:৪৬
সালমান-ঐশ্বরিয়ার প্রেম ভাঙ্গার কারন জানালের সোহেল খান

বিনোদন ডেস্ক : এখনও নাকি ঐশ্বরিয়া রাইকে ভুলতে পারেননি সালমান খান। বহু অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে ভাইজানের। কিন্তু মনে রয়ে গেছে পুরনো প্রেম— এমনই দাবি অবশ্য সালমানের অনুরাগীদের।

‘হম দিল দে চুকে সনম’ ছবির শুটিং থেকে প্রেম শুরু সালমান ও ঐশ্বরিয়ার। সেই প্রেম নিয়ে আলোচনা হয়েছিল বিস্তর। ঐশ্বরিয়ার প্রেমে নাকি সেই সময় ডুবে ছিলেন সালমান। এমনকি বিয়ের কথাও ভেবেছিলেন। কিন্তু তার মাঝেই ঘটে ছন্দপতন। ভেঙে যায় সম্পর্ক। যদিও তাঁদের প্রেমে ভাঙা নিয়ে বিস্তর জলঘোলা হয়।

শোনা যায় ঐশ্বরিয়ার উপর অতিরিক্ত খবরদারি শুরু করেন সালমান। শুধু তা-ই নয়, কয়েকবার অভিনেত্রীর গায়ে হাতও তুলেছেন তিনি। পরিস্থিতি এমন পর্যায় পৌঁছোয় যে, সালমানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে হয় অভিনেত্রীকে। এত বছর পর তাঁদের সম্পর্ক নষ্ট হওয়ার আসল কারণ খোলসা করলেন ভাই সোহেল খান।

সেই সময় সালমানের দুই বোন আলভিরা এবং অর্পিতার সঙ্গেও বেশ ভাল সম্পর্ক হয়ে যায় অ্যাশের। তখন তাঁদের প্রেমের গুঞ্জনে ডগমগ করছে টিনসেল টাউন। সালমানও বলিউডে ঐশ্বরিয়ার পায়ের তলার মাটি শক্ত করতে উঠে পড়ে লাগেন। তিনি কার সঙ্গে কাজ করবেন, কোন ছবি নেবেন সে বিষয়েও পরামর্শ দিতে শুরু করেন সালমান। পাল্লা দিয়ে বাড়তে থাকে সালমানের পানাসক্তি। ওই সময়ই তাঁর বিরুদ্ধে কৃষ্ণসার হরিণ শিকারের মামলাও চলে। তবে, এসব নাকি আসল কারণ নয়।

সালমনের ছোট ভাই সোহেল জানান, ঐশ্বরিয়া চাননি সালমানের সঙ্গে তাঁর সম্পর্ককে প্রকাশ্যে স্বীকৃতি দিতে। অন্যদিকে সালমান ভীষণভাবে চাইছিলেন সকলকে জানাতে। সেই কারণেই নাকি নিরাপত্তাহীনতায় ভুগতে থাকেন ভাইজান। সোহেলের অভিযোগ, ঐশ্বরিয়া কখনোই প্রতিশ্রুতিবদ্ধ হতে চাননি।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে