ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

রবিবার থেকে আসছে পাটের ব্যাগ

২০২৫ আগস্ট ২৮ ১৫:০৬:১৭
রবিবার থেকে আসছে পাটের ব্যাগ

অর্থ বাণিজ্য ডেস্ক : বাজারে আসছে পরিবেশবান্ধব পাটের ব্যাগ। আগামী রবিবার এ ব্যাগের বাজারজাত কার্যক্রম উদ্বোধন করা হবে।

জানা গেছে, এ ব্যাগের প্রতিটির দাম হবে ৩৫ থেকে ৭৫ টাকা পর্যন্ত।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, রাজধানীর কারওয়ান বাজারে রবিবার উদ্বোধনী অনুষ্ঠান হবে। এতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিশেষ অতিথি হিসেবে বাণিজ্য, বস্ত্র ও পাট উপদেষ্টা বশিরউদ্দীন উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

দীর্ঘদিন ধরে পলিথিনের বিকল্প হিসেবে পাটের ব্যাগ বাজারজাতের চেষ্টা করছিল সরকার। সরকার চায় ভোক্তারা পরিবেশ রক্ষায় পলিথিনের বিকল্প হিসেবে একাধিকবার ব্যবহার করা যায় এমন পাটের ব্যাগ ব্যবহার করুক।

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে