ঢাকা, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

ঝুঁকিতে অস্তিত্ব

লাইফ ফান্ড ঋণাত্মক : দিতে পারছে না বীমা দাবির অর্থ

২০২৫ সেপ্টেম্বর ০৩ ০৯:১৭:২৪
লাইফ ফান্ড ঋণাত্মক : দিতে পারছে না বীমা দাবির অর্থ

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের অস্তিত্ব টিকিয়ে রাখা হুমকির মুখে পড়েছে। এ কোম্পানিটির আর্থিক অবস্থা এতোটাই খারাপ যে, জীবন বীমা তহবিল (লাইফ ইন্স্যুরেন্স ফান্ড) তো নেই, উল্টো প্রায় ৩০০ কোটি টাকা ঋণাত্মক হয়ে গেছে, দিতে পারছে না বীমা দাবির অর্থ।

কোম্পানিটির ২০২৪ সালের আর্থিক হিসাব নিরীক্ষা প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছেন নিরীক্ষক।

লাইফ ইন্স্যুরেন্স ফান্ড বলতে একটি জীবন বীমা কোম্পানির এমন তহবিলকে বোঝায়, যেখানে নির্দিষ্ট শ্রেণীর জীবন বীমা পলিসি থেকে সংগৃহীত প্রিমিয়ামের অর্থ জমা রাখা হয়। এই তহবিলটি মূলত বীমা পলিসিধারীদের কাছ থেকে প্রাপ্ত প্রিমিয়াম অর্থকে বিনিয়োগ করে বা অন্যভাবে পরিচালনা করে, যাতে ভবিষ্যতে পলিসিধারীর মৃত্যু হলে বা পলিসির মেয়াদ পূর্ণ হলে তাদের মনোনীত ব্যক্তিকে অর্থ প্রদান করা যায়।

নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানিটিতে লাইফ ইন্স্যুরেন্স ফান্ড ঋণাত্মক ২৯১ কোটি ৯২ লাখ টাকা। যা কোম্পানিটির টিকে থেকে নিয়ে খুবই শঙ্কা তৈরী করেছে।

২০২০ সালের বীমা আইনের ৭২ ধারায় বীমা দাবির ৯০ দিনের মধ্যে পরিশোধ করতে বলা হয়েছে। তবে এ কোম্পানিটিতে ২৪৭ কোটি ৯৫ লাখ টাকার বীমা দাবি থাকলেও তা আইন অনুযায়ি পরিশোধ করা হয়নি বলে জানিয়েছেন নিরীক্ষক।

এ কোম্পানিটিতে ৪ কোটি ৩৪ লাখ টাকার পদ্মা ওয়েলফেয়ার ফান্ড আছে বলে আর্থিক হিসাবে উল্লেখ করা হয়েছে। তবে পর্যাপ্ত প্রমাণাদির অভাবে এর সত্যতা নিশ্চিত করতে পারেনি নিরীক্ষক। এছাড়া ব্যাংক স্টেটমেন্টের অভাবে আর্থিক হিসাবে দেখানো ৫ কোটি ৩০ লাখ টাকার সত্যতা নিশ্চিত করতে পারেনি।

আরও পড়ুন..

ঝুঁকিতে ট্রাস্ট ইসলামী লাইফের এফডিআর

ধংসের দ্বারপ্রান্তে থাকা পদ্মা লাইফ থেকে আল-মানার হসপিটালে ২ কোটি ১০ লাখ টাকা বিনিয়োগ করা হয়েছে। যা থেকে শেষ বছরে কোন আয় হয়নি। তবে পোটেনশিয়াল লোকসানের কারনে সঞ্চিতিও গঠন করেনি বীমা কোম্পানি কর্তৃপক্ষ।

এ বীমা কোম্পানি কর্তৃপক্ষ আন্তর্জাতিক হিসাব মান (আইএএস)-১২ অনুযায়ি, পূণ:মূল্যায়নজনিত সারপ্লাস সম্পদের উপর ডেফার্ড ট্যাক্স গণনা করেনি বলে জানিয়েছেন নিরীক্ষক।

এ বিষয়ে জানতে কোম্পানি সচিব মো. মোর্শেদ আলম সিদ্দিকীকে হোয়াটসঅ্যাপে ম্যাসেজ দিলেও কোন প্রতিউত্তর পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০১২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া পদ্মা ইসলামী লাইফের পরিশোধিত মূলধনের পরিমাণ ৩৮ কোটি ৮৮ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৬৮.৪ শতাংশ। কোম্পানিটির বুধবার (০২ সেপ্টেম্বর) শেয়ার দর দাঁড়িয়েছে ২০.৮০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে