ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

ঝুঁকিতে ট্রাস্ট ইসলামী লাইফের এফডিআর

২০২৫ আগস্ট ২৮ ০৯:২৩:৪১
ঝুঁকিতে ট্রাস্ট ইসলামী লাইফের এফডিআর

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স থেকে দূর্বল ব্যাংকে এফডিআর করা অর্থ আদায় নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক। যেসব ব্যাংক আর্থিক সংকটে রয়েছে।

কোম্পানিটির সর্বশেষ ২০২৪ সালের আর্থিক হিসাব নিরীক্ষায় এ তথ্য জানিয়েছেন নিরীক্ষক।

এই বীমা কোম্পানিটি থেকে কয়েকটি ব্যাংকে ৩৪ কোটি ৭৮ লাখ টাকা বিনিয়োগ করা হয়েছে। এরমধ্যে অস্তিত্ব টিকিয়ে রাখার ঝুঁকিতে থাকা সোশ্যাল ইসলামী ব্যাংকে ৪ কোটি টাকা ও গ্লোবাল ইসলামী ব্যাংকে ৩ কোটি ১৩ লাখ টাকা এফডিআর করা হয়েছে। এছাড়া এস আলমের ঋণের নামে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়া ইসলামী ব্যাংকে ৭৫ লাখ টাকা ও আল-আরাফাহ ইসলামী ব্যাংকে ২০ লাখ টাকা এফডিআর করা হয়েছে।

আরও পড়ুন....

সমতা লেদারের ভূয়া মজুদ পণ্য

নিরীক্ষক জানিয়েছেন, ২০০৬ সালের শ্রম আইনের ২৩২ ধারা অনুযায়ি, ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড (ডব্লিউপিপিএফ) গঠন করা এবং তা পরবর্তী ৯ মাসের কর্মীদের মধ্যে বিতরন করা বাধ্যতামূলক। কিন্তু ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ এই ফান্ড গঠন ও বিতরন না করে কর্মীদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছেন।

এ বিষয়ে কোম্পানি কর্তৃপক্ষ আর্থিক হিসাবে জানিয়েছেন, আর্থিক প্রতিষ্ঠান খাতে আইনটি কার্যকর না করার বিষয়ে শ্রম মন্ত্রণালয়ের কাছে ব্যাখ্যা চেয়েছে বিএফআইডি। এছাড়া বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনও আবেদন করেছে। এরপরে দীর্ঘদিন অতিবাহিত হলেও শ্রম মন্ত্রণালয় থেকে বীমা খাতে ডব্লিউপিপিএফ করতে হবে না, এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

উল্লেখ্য, ২০২৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ট্রাস্ট ইসলামী লাইফের পরিশোধিত মূলধনের পরিমাণ ৪০ কোটি টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৪৬.৬২ শতাংশ। কোম্পানিটির বুধবার (২৭ আগস্ট) শেয়ার দর দাঁড়িয়েছে ৭৭.১০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে