ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ন্যাশনাল ব্যাংকের পর্ষদ বাতিল

২০২৩ ডিসেম্বর ২১ ১৫:৪৯:৪৪
ন্যাশনাল ব্যাংকের পর্ষদ বাতিল

বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড একচেঞ্জ কমিশনের সুপারিশের প্রেক্ষিতে ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ (২০২৩ পর্যন্তসংশোধিত) এর ৪৭ (১) এবং ৪৮(১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে আমানতকারীদের স্বার্থ রক্ষা ও জনস্বার্থে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের বিদ্যমান পরিচালনা পর্ষদ বাতিল করেছে বাংলাদেশ ব‍্যাংক।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বাংলাদেশ ব‍্যাংক থেকে এ নির্দেশনা জারি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর পরিচালনা পর্ষদ কর্তৃক ঋণ নিয়মাচার ও বিধি-বিধান লঙ্ঘন করে ঋণ অনুমোদন প্রদান করা,পর্ষদ কর্তৃক ব্যাংকের ব্যবস্থাপনায় অনাকঙ্খিত হস্তক্ষেপ করা, পর্ষদের ক্ষমতার অপব্যবহার করে ব্যাংকের শেয়ার একই পরিবারেকেন্দ্রিভূত করা, পরিচালক নির্বাচন/পুনঃনির্বাচন প্রক্রিয়ায় বিভিন্ন জটিলতা সৃষ্টি, পর্ষদের গোচরে পরিচালকগণ কর্তৃক আর্থিক অনিয়মসংঘটন, পর্ষদের নীতি নির্ধারণী দুর্বলতার কারনে ব্যাংকের আর্থিক অবস্থার অবনতি, ব্যাংকিং সুশাসন ও শৃঙ্খলা বিঘ্ন করার মাধ্যমেব্যাংক-কোম্পানী ও আমানতকারীদের স্বার্থের পরিপন্থী কর্মকান্ডে পর্ষদ কর্তৃক সম্পৃক্ত থাকায় এবং পর্ষদের উক্তরূপ কর্মকান্ডেরকারণে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড একচেঞ্জ কমিশনের সুপারিশের প্রেক্ষিতে ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ (২০২৩ পর্যন্তসংশোধিত) এর ৪৭ (১) এবং ৪৮(১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে আমানতকারীদের স্বার্থ রক্ষা ও জনস্বার্থে ন্যাশনাল ব্যাংক লিমিটেডেরবিদ্যমান পরিচালনা পর্ষদ বাতিল করা হলো।

ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ (২০২৩ পর্যন্ত সংশোধিত) এর ৪৭(১) (খ) ধারার বিধান অনুযায়ী উক্ত আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বাতিল আদেশ সংশ্লিষ্ট সকলকে অবহিত করার জন্য ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশনা প্রদান করা হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে