ঢাকা, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১

বেস্ট হোল্ডিংসের আইপিওতে ১৫ লাখ টাকা আবেদনের সীমা বহাল রাখল আদালত

২০২৪ জানুয়ারি ১৫ ১৮:৪৪:১৮
বেস্ট হোল্ডিংসের আইপিওতে ১৫ লাখ টাকা আবেদনের সীমা বহাল রাখল আদালত

বেস্ট হোল্ডিংসের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) সর্বোচ্চ সীমা ১৫ লাখ টাকা আবেদনের নির্দেশনা বহাল রেখেছে আদালত। এর বিপরীতে করা রিটটি বাতিল করে দিয়েছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ১০ জানুয়ারী রিট আবেদনকারী বেস্ট হোল্ডিংস লিমিটেডের সাবস্ক্রিপশনের সর্বোচ্চ সীমা বিষয়ক নির্দেশনা বাতিল চেয়ে একটি রিট আবেদন করেন। এতে আইপিও কার্যক্রমের স্থগিতাদেশের আবেদনটি বিজ্ঞ আদালত অগ্রাহ্য করেন। ফলে আইপিওর কার্যক্রম কোনো প্রকার বাঁধা ছাড়া অব্যাহত থাকবে।

ইতোপূর্বে গত ৯ জানুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সাবস্ক্রিপশনের সর্বোচ্চ সীমা ১৫ লক্ষ টাকা নির্ধারণ করে দিয়েছে। আজ উচ্চ আদালত রিট আবেদনের শুনানী শেষে বিএসইসিকে সর্বোচ্চ সীমা বিষয়ক কমিশনের সর্বশেষ সিদ্ধান্ত রিট আবেদনকারীকে জানিয়ে তার আবেদনটি নিষ্পত্তি করার জন্য আদেশ দিয়েছেন।

আরও পড়ুন.....তাল্লু স্পিনিংটানা লোকসানে ঋণ পরিশোধে অক্ষম : ব্যবসায় টিকিয়ে রাখা নিয়ে শঙ্কা

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে