ঢাকা, শুক্রবার, ৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

শেয়ারবাজারে পতন

২০২৪ ফেব্রুয়ারি ২০ ১৫:০৯:১৭
শেয়ারবাজারে পতন

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কমেছে লেনদেনের পরিমাণ।আজ সিএসইতে মূল্যসূচক এবং লেনদেন উভয়ই কমেছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২.৮৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬২৫৬ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ২৪.২৫ পয়েন্ট।

মঙ্গলবার ডিএসইতে ৭৬৪ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৮১৮ কোটি ৫৮ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৫৩ কোটি ৯৩ লাখ টাকার বা ৬.৫৮ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৮৪ টি বা ৪৬.৯৩ শতাংশের। আর দর কমেছে ১৬৬ টি বা ৪২.৩৪ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪২ টি বা ১০.৭১ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ১৩ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৬৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০২ টির, কমেছে ১২৯ টির এবং পরিবর্তন হয়নি ৩২ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৯.৫৯ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৭৯৫০ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে