ঢাকা, বুধবার, ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

শেয়ারবাজারে পতন

২০২৪ এপ্রিল ১৭ ১৫:৪৯:৫৩
শেয়ারবাজারে পতন

বুধবার (১৭ এপ্রিল) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কমেছে লেনদেনের পরিমাণ।আজ সিএসইতে মূল্যসূচক কমলেও বেড়েছে লেনদেনর পরিমান।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০.৮০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৭৬৩ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৪.১৮ পয়েন্ট।

বুধবার ডিএসইতে ৪৮২ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৫৪০ কোটি ২৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৫৭ কোটি ৭১ লাখ টাকার বা ১০.৬৮ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১০৬ টি বা ২৬.৮৩ শতাংশের। আর দর কমেছে ২২২ টি বা ৫৬.২০ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬৭ টি বা ১৬.৯৬ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ১১ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭০ টির, কমেছে ১০৬ টির এবং পরিবর্তন হয়নি ২৭ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৮.৫৮ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৬৪৫৯ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে