ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

মুনাফার ৬৯ শতাংশ রিজার্ভে রেখে দেবে ইবনে সিনা

২০২৩ আগস্ট ২৯ ১০:১৩:০০
মুনাফার ৬৯ শতাংশ রিজার্ভে রেখে দেবে ইবনে সিনা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ ২০২২-২৩ অর্থবছরের ব্যবসায় অর্জিত মুনাফার ৬৯ শতাংশ কোম্পানির রিজার্ভে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বাকি ৩১ শতাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরন করা হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ইবনে সিনার ২০২২-২৩ অর্থবছরের ব্যবসায় শেয়ারপ্রতি ১৯.৩৮ টাকা হিসেবে ৬০ কোটি ৫৫ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্যে থেকে ৬০ শতাংশ নগদ লভ্যাংশ হিসেবে শেয়ারপ্রতি ৬ টাকা করে মোট ১৮ কোটি ৭৫ লাখ টাকা বা ৩১ শতাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরন করা হবে। বাকি ৪১ কোটি ৮০ লাখ টাকা বা ৬৯ শতাংশ রিজার্ভে যোগ হবে।

আরও পড়ুন....

বানকো ফাইন্যান্সকে রেকর্ড জরিমানা : একই অপরাধের অ্যাগ্রো অর্গানিকাকে টাকা উত্তোলনের অনুমোদন

এর আগে বছর কোম্পানিটির পর্ষদ ১৯.৩৯ টাকা ইপিএসের বিপরীতে ৬০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করছিল। যা মুনাফার তুলনায় ছিল ৩১ শতাংশ।

উল্লেখ্য, ১৯৮৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ইবনে সিনার পরিশোধিত মূলধনের পরিমাণ ৩১ কোটি ২৪ লাখ টাকা। এ কোম্পানিটির শেয়ার দর ২৮ আগস্ট লেনদেন শেষে দাড়িঁয়েছে ২৮৬.৬০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে