ঢাকা, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

শেয়ারবাজারে পতন

২০২৪ মে ২৮ ১৫:০৯:৪৬
শেয়ারবাজারে পতন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : মঙ্গলবার (২৮ মে) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কমেছে লেনদেনের পরিমাণ।আজ সিএসইতে মূল্যসূচক কমলেও বেড়েছে লেনদেনর পরিমান।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩১.৬৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫২৭৮ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ৫৯.৬৬ পয়েন্ট।

মঙ্গলবার ডিএসইতে ৪৪০ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৫০৬ কোটি ১১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৬৫ কোটি ৩৯ লাখ টাকার বা ১২.৯২ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৯২ টি বা ২৩.৩৫ শতাংশের। আর দর কমেছে ২৬৫ টি বা ৬৭.২৫ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৩৭ টি বা ৯.৩৯ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ১৭০ কোটি ০৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৯ টির, কমেছে ১৩৩ টির এবং পরিবর্তন হয়নি ৩১ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭২.৩৬ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৫২৪০ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে