ঢাকা, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

অস্তিত্ব সংকটে ঢাকা ডাইং

২০২৪ জুন ০৯ ০৯:১৭:০২
অস্তিত্ব সংকটে ঢাকা ডাইং

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি আর্থিক সংকটসহ বিভিন্ন সমস্যায় জর্জরিত। যা কোম্পানিটির ব্যবসাকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। এ কারনে কোম্পানিটির ভবিষ্যতে ব্যবসা পরিচালনার সক্ষমতা নিয়ে নিরীক্ষক শঙ্কা প্রকাশ করেছেন।

কোম্পানিটির ২০২২-২৩ সালের আর্থিক হিসাব নিরীক্ষায় এই শঙ্কা প্রকাশ করা হয়েছে।

নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানিটি পূঞ্জীভূত লোকসানে (রিটেইন লস) পতিত হয়েছে। এছাড়া দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি ঋণের বড় অংশই কারেন্ট ম্যাচুউরিটি বা পরিশোধের সময় হয়েছে এবং উৎপাদন সক্ষমতার ব্যবহার হচ্ছে না। বিদ্যমান এই শোচণীয় দুরাবস্থার কারনে কোম্পানিটির ভবিষ্যতে ব্যবসা চালানোর সক্ষমতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক।

উল্লেখ্য, ২০০৯ শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ঢাকা ডাইংয়ের পরিশোধিত মূলধনের পরিমাণ ৮৭ কোটি ১৫ লাখ টাকা। এরমধ্যে ৬৯.৯০ শতাংশ মালিকানা রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের হাতে। শনিবার (০৮ জুন) এ কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৮.৮০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে