ঢাকা, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

পণ্য বিক্রি ও কাঁচামাল ক্রয়ের সত্যতা নেই

২০২৪ জুন ১২ ০৯:১২:৪৪
পণ্য বিক্রি ও কাঁচামাল ক্রয়ের সত্যতা নেই

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ঢাকা ডাইং অ্যান্ড ম্যানফ্যাকচারিং কোম্পানি ভূয়া স্থায়ী সম্পদের পাশাপাশি পণ্য বিক্রি এবং কাঁচামাল ক্রয় নিয়েও মিথ্যা তথ্য দিয়েছে আর্থিক হিসাবে। কোম্পানিটির আর্থিক হিসাবে নিরীক্ষকের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানি কর্তৃপক্ষ আর্থিক হিসাবে ৫২ কোটি ৩৩ লাখ টাকার পণ্য বিক্রি এবং ২১ কোটি ৭৯ লাখ টাকার কাঁচামাল ক্রয় দেখিয়েছে। কিন্তু ভ্যাট রিটার্নে পণ্য বিক্রি হিসেবে শুধু ৪ লাখ টাকা ও কাঁচামাল ক্রয়ে শুন্য টকার তথ্য পাওয়া গেছে। যা ভ্যাট আইনের লঙ্ঘন।

এই কোম্পানি কর্তৃপক্ষ অধিকাংশ লেনদেন ব্যাংকিং চ্যানেলের বাহিরে গিয়ে নগদে করে। যা আয়কর অধ্যাদেশের লঙ্ঘন।

আরও পড়ুন...

ঢাকা ডাইংয়ে শত কোটি টাকার গরমিল

ঢাকা ডাইংয়ে উৎসে কর ১ কোটি ৭৬ লাখ টাকা, অগ্রিম আয়কর ২৯ লাখ টাকা ও ট্যাক্স হলিডে রিজার্ভ ৩৮ লাখ টাকা রয়েছে। কিন্তু এগুলো দীর্ঘসময় ধরে একইভাবে আর্থিক হিসাবে দেখিয়ে আসছে। তবে সমন্বয় করছে না। এ কোম্পানিটিতেই ১ কোটি ৯৪ লাখ টাকার আয়কর সঞ্চিতি গঠন করা হলেও সরকারি কোষাগারে ট্যাক্স রিটার্ন দাখিল করেনি বলে জানিয়েছেন নিরীক্ষক।

উল্লেখ্য, ২০০৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ঢাকা ডাইংয়ের পরিশোধিত মূলধনের পরিমাণ ৮৭ কোটি ১৫ লাখ টাকা। এরমধ্যে ৬৯.৯০ শতাংশ মালিকানা রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের হাতে। শনিবার (০৮ জুন) এ কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৮.৮০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে