ঢাকা, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

শেয়ারবাজারে নামমাত্র উত্থান

২০২৪ জুন ১২ ১৪:৫১:২১
শেয়ারবাজারে নামমাত্র উত্থান

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে কয়েকদিন ধরে পতনের পর অবশেষে বুধবার (১২ জুন) নামমাত্র উত্থানের দেখা মিলল।এদিন দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে উভয় শেয়ারবাজারে কমেছে লেনদেনের পরিমাণ।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৩.১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫০৮৩ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৩৫.৮৭ পয়েন্ট।

বুধবার ডিএসইতে ৩৫০ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪৩১ কোটি ৬৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৮০ কোটি ৮৫ লাখ টাকার বা ১৮.৭২ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৬১ টি বা ৪০.৭৫ শতাংশের। আর দর কমেছে ১৬৮ টি বা ৪২.৫৩ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬৬ টি বা ১৬.৭০ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ১১ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫০ টির, কমেছে ১২৫ টির এবং পরিবর্তন হয়নি ৩৮ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ০.০২২ পয়েন্ট বেড়ে দাঁডিয়েছে ১০৪৪ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে