ঢাকা, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

উত্থান দিয়ে ঈদ পরবর্তী শেয়ারবাজারের যাত্রা শুরু

২০২৪ জুন ১৯ ১৬:১৭:১৬
উত্থান দিয়ে ঈদ পরবর্তী শেয়ারবাজারের যাত্রা শুরু

অর্থ বাণিজ্য প্রতিবেদক : ঈদের ছুটির আগে শেষ দুই কার্যদিবস উত্থান হয় দেশের শেয়ারবাজারে। যে ধারাবাহিকতা বজায় রয়েছে ছুটির পরে প্রথম লেনদেনের দিন বুধবারও (১৯ জুন)। এদিন দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচক বেড়েছে। তবে এখনো অনেক বিনিয়োগকারী ছুটির আবহে থাকায় ও রাজধানীতে না ফেরায় লেনদেনের পরিমাণ কমেছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫১৬১ পয়েন্টে। যা আগের দুই কার্যদিবস বেড়েছিল ৪৮ পয়েন্ট।

বুধবার ডিএসইতে ২৪৬ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের কার্যদিবস হয়েছিল ৪২৩ কোটি ১৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১৭৬ কোটি ৭০ লাখ টাকার বা ৪২ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৩২ টি বা ৫৯.১৮ শতাংশের। আর দর কমেছে ৯৬ টি বা ২৪.৪৯ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬৪ টি বা ১৬.৩৩ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ৬ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৪৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৩ টির, কমেছে ৭১ টির এবং পরিবর্তন হয়নি ২১ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৬০৮ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে