ঢাকা, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

শেয়ারবাজারে পতন

২০২৪ জুন ২৪ ১৫:০১:১৯
শেয়ারবাজারে পতন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : সোমবার (২৪ জুন) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। একইসঙ্গেঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে।তবে সিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৬.৯৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫২২০ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ৩.০০ পয়েন্ট।

সোমবার ডিএসইতে ৪৭৯ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪৮৬ কোটি ৭৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৬ কোটি ৮৮ লাখ টাকার বা ১.৪১ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৯২ টি বা ২৩.২৯ শতাংশের। আর দর কমেছে ২৫৫ টি বা ৬৪.৫৫ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪৮ টি বা ১২.১৫ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ২১ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২১ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫১ টির, কমেছে ১৪৬ টির এবং পরিবর্তন হয়নি ২৪ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯৫.৫৭ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৪৭২৬ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে