ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

শতভাগ ব্যাংকের শেয়ার দরে উত্থান

২০২৪ আগস্ট ০৮ ১৬:৪৪:৪১
শতভাগ ব্যাংকের শেয়ার দরে উত্থান

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেখ হাসিনার পতনের পর থেকেই দেশের শেয়ারবাজার বড় উত্থানে রয়েছে। যার ধারাবাহিকতায় বৃহস্পতিবার (০৮ আগস্ট) ব্যাংক খাতের সব শেয়ারে উত্থান হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩৬৪ টি বা ৯১.৪৬ শতাংশের। তবে ব্যাংক খাতের শতভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে।

ব্যাংক খাতে ৩৬টি প্রতিষ্ঠানের মধ্যে আজ সব কয়টির লেনদেন হয়েছে এবং দর বেড়েছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বা ৪.২০ টাকা করে বেড়েছে ব্র্যাক ব্যাংক ও ডাচ-বাংলা ব্যাংকের। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ ১.৫০ টাকা করে ইসলামী ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ২.৩০ টাকা বেড়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের।

অপরদিকে সবচেয়ে কম দর বেড়েছে আইসিবি ইসলামিক ব্যাংকের। এ ব্যাংকটির শেয়ার দর বেড়েছে ৩০ পয়সা। এরপরে ৪০ পয়সা করে বেড়েছে এনআরবি ও ট্রাস্ট ব্যাংকের এবং ৩য় অবস্থানে থাকা ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন ও স্ট্যান্ডার্ড ব্যাংকের ৬০ পয়সা করে শেয়ার দর বেড়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে