ঢাকা, শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

এখনো চেয়ার ধরে রাখার চেষ্টায় সিএসই চেয়ারম্যান

২০২৪ আগস্ট ২১ ০৯:৩০:৫৫
এখনো চেয়ার ধরে রাখার চেষ্টায় সিএসই চেয়ারম্যান

অর্থ বাণিজ্য প্রতিবেদক : আওয়ামীলীগ রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পায় দেশের ঊভয় শেয়ারবাজারের স্বতন্ত্র পরিচালকেরা। তবে দেশের রাজনৈতিক অবস্থার পালাবদল হয়েছে। এরইমধ্যে পদত্যাগ করে দেশ ছেড়েছেন আওয়ামীলীগের প্রধান শেখ হাসিনা। যার ধারবাহিকতায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মো. হাসান বাবু পদত্যাগ করেছেন। কিন্তু এখনো পদত্যাগ করেননি অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিম। আত্মগোপনে থাকা আসিফ ইব্রাহিম সিএসইর চেয়ার ধরে রাখার চেষ্টায় রয়েছেন।

ডিএসই চেয়ারম্যানের চেয়ে বেশি আওয়ামীপন্থি হিসেবে ভূমিকা পালন করে আসছিল আসিফ ইব্রাহিম। অনেক দিন ধরে সিএসইর চেয়ারম্যানের পদ ধরে রাখলেও ব্যক্তিগত উপকার ছাড়া এ বাজারটির জন্য কিছু করতে পারেননি। সিএসই দিয়ে নিজের প্রোফাইল ভারি করেছেন। এছাড়া নিয়েছেন বিভিন্ন সুযোগ সুবিধা।

তবে সময় এসেছে আসিফ ইব্রাহিমদের সেসব সুযোগ নেওয়ার। এরইমধ্যে ট্রেকহোল্ডাররা উভয় স্টক এক্সচেঞ্জের স্বতন্ত্র পরিচালকদের পদত্যাগের বিষয়ে একমত। তাদেরকে কোনভাবেই পর্ষদে চান না ট্রেকহোল্ডাররা। কেউ যদি পদত্যাগ করতে না চায়, তাহলে তাদেরকে পদত্যাগে বাধ্য করা হবে। সেক্ষেত্রে তাদের সম্মানহানি হবে। যা ট্রেকহোল্ডাররা চান না।

এছাড়া নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে উভয় স্টক এক্সচেঞ্জের স্বতন্ত্র পরিচালকদের মৌখিকভাবে পদত্যাগ করতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত রবিবার (১৮ আগস্ট) ডিএসই চেয়ারম্যান মেইলে পদত্যাগ পত্র জমা দেন।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে