ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের অস্বাভাবিক দর বৃদ্ধি

২০২৪ সেপ্টেম্বর ১২ ১০:২০:০৮
ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের অস্বাভাবিক দর বৃদ্ধি

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্তে উঠে এসেছে। ফলে কোম্পানিটিতে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সচেতন হওয়া উচিত।

জানা গেছে, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি নিয়ে কোম্পানি কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চায় ডিএসই কর্তৃপক্ষ। ডিএসইর ব্যাখ্যা তলবের উত্তরে কোম্পানির পক্ষ থেকে সম্প্রতি জানানো হয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে।

উল্লেখ্য, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের গত ২১ আগস্ট শেয়ার দর ছিল ৩৬.৯ টাকায়। যা ১১ সেপ্টেম্বর লেনদেন শেষে দাঁড়িয়েছে ৪৬.৫ টাকায়। অর্থাৎ ১৪ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৯.৬ টাকা বা ২৬ শতাংশ।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে