ঢাকা, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১

সঞ্চয়পত্রের মেয়াদপূর্তির দিনই মিলবে সুদ-আসল

২০২৪ সেপ্টেম্বর ২৪ ১৯:২৩:৩৪
সঞ্চয়পত্রের মেয়াদপূর্তির দিনই মিলবে সুদ-আসল

অর্থ বাণিজ্য প্রতিবেদক : গ্রাহকের ভোগান্তি কমাতে সঞ্চয়পত্রের বিষয়ে নতুন নির্দেশনা দিলো বাংলাদেশ ব্যাংক। এর ফলে সঞ্চয়পত্রের মেয়াদপূর্তির দিনই মিলবে আসলসহ মুনাফার টাকা।

এতদিন সঞ্চয়পত্রের মেয়াদ পূর্ণ হওয়ার পর আসল টাকা তুলতে সময়ক্ষেপণসহ নানান ভোগান্তির শিকার হতেন গ্রাহক। নতুন এ নির্দেশনার ফলে এ ভোগান্তি দূর হলো।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় সঞ্চয়স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে বিক্রি করা সঞ্চয়পত্রের মুনাফা বা সুদ সময় মতো গ্রাহকদের ইন্টিমেশন (চেকের মাধ্যমে) প্রদান নিশ্চিত করতে হবে। সঞ্চয়পত্র মেয়াদপূর্তির তারিখেই মুনাফাসহ মূল অর্থ ইন্টিমেশনের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের ইএফটির মাধ্যমে গ্রাহকের অনুকূলে সংশ্লিষ্ট হিসাবে জমা করতে হবে।

পাশাপাশি ২০২২ সালে ২০ জুন জারি করা সার্কুলারের জাতীয় সঞ্চয় স্কিমের আওতাধীন সঞ্চয়পত্র ও সঞ্চয়বন্ড বিক্রি ও বিক্রির পর অন্যান্য সেবা নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক।

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে