ঢাকা, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১

ক্যাপিটাল গেইন ট্যাক্স কমানোর খবরে শেয়ারবাজারে উত্থান

২০২৪ নভেম্বর ০৪ ১৫:১১:৪০
ক্যাপিটাল গেইন ট্যাক্স কমানোর খবরে শেয়ারবাজারে উত্থান

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার বিক্রি হতে অর্জিত মূলধনী মুনাফার (ক্যাপিটাল গেইন) ওপর করের হার কমানোর খবরে সোমবার (০৪ নভেম্বর) দেশের ঊভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থান হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণও বেড়েছে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে।

সোমবার (৪ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড থেকে মূলধনী মুনাফার ওপর করের হার কমিয়ে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, তালিকাভুক্ত কোম্পানির শেয়ার লেনদেন থেকে ৫০ লাখ টাকার বেশি মূলধনি মুনাফা হলে তার ওপর ১৫ শতাংশ হারে কর দিতে হবে। আগে এই কর হার ছিলো ৩০ শতাংশ।

এনবিআর এর ক্যাপিটাল গেইন ট্যাক্স কমানোর খবর প্রকাশের পরে শেয়ারবাজার ঘুরে দাঁড়ায়। যে খবর প্রকাশের আগে শেয়ারবাজার পতনে ছিল।

সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫২৫২ পয়েন্টে। যা আগেরদিন ৯ পয়েন্ট কমেছিল।

এদিন ডিএসইতে ৫৬৫ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪১৩ কোটি ৩৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১৫১ কোটি ৮৯ লাখ টাকার বা ৩৭ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৫৭ টি বা ৬৪.৯০ শতাংশের। আর দর কমেছে ১০৭ টি বা ২৭.০২ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৩২ টি বা ৮.০৮ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ৬ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৪২ টির, কমেছে ৫৬ টির এবং পরিবর্তন হয়নি ১৬ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৫৮৫ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে