ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

ওয়াসিমকে কটু কথা বলে দেশের নাম ডোবালেন ভারতীয় সমর্থক

২০২৪ নভেম্বর ২৪ ১৯:৫৬:৪৯
ওয়াসিমকে কটু কথা বলে দেশের নাম ডোবালেন ভারতীয় সমর্থক

খেলাধূলা ডেস্ক : পার্থ টেস্টে এক ভারতীয় সমর্থক নাম ডোবালেন ভারতের। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আকরামকে কটু কথা বলে সমালোচিত তিনি। অপ্রীতিকর এই ঘটনার জেরে পার্থ টেস্টের অপ্টাস স্টেডিয়ামের নিরাপত্তা বাড়াচ্ছেন আয়োজকেরা।

ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টে ধারাভাষ্য দিচ্ছেন ওয়াসিম আকরাম। শনিবার দ্বিতীয় দিনের খেলার সময় তিনি ধারাভাষ্য দেওয়ার জন্য নির্দিষ্ট বক্সের দিকে এগোচ্ছিলেন। তার মাঝে এক ভারতীয় সমর্থককে সই দিচ্ছিলেন। সেই সময়েই তাঁর উদ্দেশে কটু কথা বলতে থাকেন ওই সমর্থক। সেই মুহূর্তে কিছু বলেননি ওয়াসিম।

তবে ঘটনাটি সেখানেই থামেনি। ম্যাচের পর স্টেডিয়ামের বাইরে অপেক্ষা করছিলেন ওই সমর্থক। ওয়াসিম গাড়ি ধরার সময় আবার তাঁকে খারাপ কথা বলেন। পুলিশ এসে ওই সমর্থককে সরিয়ে দেয়। তিনি মাতাল ছিলেন কি না তা জানা যায়নি। ওয়াসিম ওই ঘটনায় একেবারেই খুশি হননি।

ক্রিকেট কর্তারা জানিয়েছেন, ওয়াসিমের উদ্দেশে কোনও বর্ণবিদ্বেষী আক্রমণ করা হয়নি। তবে পার্থ টেস্টের বাকি দিনগুলিতে নিরাপত্তা আরও বাড়ানো হচ্ছে। প্রাক্তন হোক বা বর্তমান, কোনও ক্রিকেটারকেই যাতে খারাপ কথা না বলা হয়, সেটি নিশ্চিত করা হবে। পাশাপাশি, ধারাভাষ্যকারেরা যাতে স্টেডিয়ামের ভেতর থেকেই গাড়ি ধরতে পারেন তাঁর ব্যবস্থা করা হবে।

এই ঘটনাকে সমর্থন করতে পারেননি অনেক ভারতীয় সমর্থকই। তাঁরা সমাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ঝেঁড়েছেন।

পাঠকের মতামত:

খেলাধূলা এর সর্বশেষ খবর

খেলাধূলা - এর সব খবর



রে