ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

ভারতীয় ক্রিকেট বোর্ডের কোষাগারে ২০৬৮৬ কোটি টাকা

২০২৪ ডিসেম্বর ২০ ১৯:৪০:৪৯
ভারতীয় ক্রিকেট বোর্ডের কোষাগারে ২০৬৮৬ কোটি টাকা

খেলাধূলা ডেস্ক : বিশ্বের শীর্ষ ধনী ক্রিকেট বোর্ড ভারতীয় ক্রিকেট বোর্ড। সম্প্রতী আরও ধনী হয়েছে। চলতি আর্থিক বছরে বোর্ডের কোষাগারে রয়েছে ২০ হাজার ৬৮৬ কোটি টাকা। গত আর্থিক বছরের তুলনায় আয় বৃদ্ধি পেয়েছে ৪ হাজার ২০০ কোটি টাকা।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, গত আর্থিক বছরে ভারতীয় বোর্ডের আয় ছিল ১৬ হাজার৪৯৩ কোটি টাকা। এবার তা বেড়ে হয়েছে ২০ হাজার ৬৮৬ কোটি টাকা। অর্থাৎ এক বছরে আয় বেড়েছে ৪ হাজার ২০০ কোটি টাকা। মূলত আইপিএল ও দ্বিপাক্ষিক সিরিজ়ের মিডিয়া স্বত্ব বিক্রি করে বেশি রোজগার হয়েছে বিসিসিআইয়ের।

২০২২ সালের জুন মাসে আইপিএলের মিডিয়া স্বত্ব বিক্রি করে ভারতীয় ক্রিকেট বোর্ড। পাঁচ বছরের জন্য ৪৮ হাজার ৩৯০ কোটি টাকায় সেই স্বত্ব বিক্রি করা হয়েছে।

বোর্ডের পরিকল্পনা ছিল, ২০২৩-২৪ আর্থিক বছরে ৭ হাজার ৪৭৬ কোটি টাকা রোজগার করবে। কিন্তু তা হয়েছে ৮ হাজার ৯৯৫ কোটি টাকা। বোর্ডের ফান্ডের পরিমাণও ৬ হাজার ৩৬৫ কোটি টাকা থেকে বেড়ে ৭ হাজার ৯৮৮ কোটি টাকা হয়েছে।

বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেটের বাজার ভারত। ক্রিকেট থেকে আইসিসি যে রোজগার করে, তার বড় অংশ যায় ভারত থেকে। সেই কারণে, আইসিসির লাভের সিংহভাগ পায় ভারত। সেই কারণেই ধনী থেকে ধনীতর হচ্ছে এই বোর্ড। আগামী আর্থিক বছরে বোর্ডের রোজগার আরও বৃদ্ধি পাবে বলে জানা গেছে।

পাঠকের মতামত:

খেলাধূলা এর সর্বশেষ খবর

খেলাধূলা - এর সব খবর



রে