ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

দিনের পর দিন গোসল করতেন না অনিল

২০২৪ ডিসেম্বর ২৭ ১১:০৩:৩৭
দিনের পর দিন গোসল করতেন না অনিল

বিনোদন ডেস্ক : বলিউডে চার দশকের বেশি সময় ধরে অভিনয় করে চলেছেন অনিল কপূর। এখনও নতুন নতুন চরিত্রে দর্শককে চমকে দেন তিনি। কিন্তু অনেকেই হয়তো জানেন না, এক সময় দিনের পর দিন গোরষ না করেই কেটে যেত অনিলের। সম্প্রতি এক সাক্ষাৎকারে অনিলের এই বিশেষ সিদ্ধান্তের কথা প্রকাশ্যে এনেছেন তারই ভাই বনি কপূর।

১৯৭৯ সালে ‘হামারে তুমহারে’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় অনিলের। তবে ১৯৭১ সালে একটি ছবিতে অভিনয় করেছিলেন অনিল। সেই ছবির নাম ‘তু পায়েল ম্যায় গীত’। এই ছবিতে শশী কপূরের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন অনিল। তবে দুঃখের বিষয় ছবিটি মুক্তির আলো দেখেনি।

বনি জানান, এই ছবিতে অভিনয়ের সময় দিনের পর দিন গোসল করতেন না অনিল। ‘‘অনিল ছোট থেকেই অভিনেতা হতে চাইত। ও তখন স্কুলের পড়ে। ছবিতে শশী কপূরের ছোটবেলার চরিত্র। শুটিংয়ের পরেও ওর মেকআপ অক্ষুণ্ণ রাখার জন্য কয়েক দিন ধরে গোসল করত না।’’

বনি জানান, অনিল মেকাপ মুছতে চাইতেন না। অন্যথায় তিনি যে অভিনয় করছেন, সেটা নাকি সকলে বুঝতে পারবে না।

তবে ক্যারিয়ারের শুরুতে অনিলকে প্রচুর লড়াই করতে হয়েছে বলেও জানান বনি। তিনি বলেন, ‘‘‘এক বার কহো’ ছবিতে ও পার্শ্বচরিত্রে অভিনয় করেছিল। দক্ষিণী ছবিতে ছোট চরিত্রে অভিনয় করেছে। মণি রত্নমের প্রথম ছবিতেও অনিল ছিল।’’ এখানেই শেষ নয়, বনি জানান, একবার রমেশ সিপ্পির একটি ছবিতে ১৬ বছর বয়সি একটি চরিত্রের ডাক পান অনিল। লুকের জন্য অনিল নাকি তাঁর দেহের রোম চেঁছে ফেলেছিলেন।

চলতি বছরে ‘ফাইটার’ এবং ‘সাভি’ ছবিতে দর্শক অনিলকে দেখেছেন। অভিনেতার বেশ কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে