ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

আইসিসির ওয়ানডে বর্ষসেরা একাদশে নেই কোনও ভারতীয়

২০২৫ জানুয়ারি ২৪ ২১:০৭:০৮
আইসিসির ওয়ানডে বর্ষসেরা একাদশে নেই কোনও ভারতীয়

খেলাধূলা ডেস্ক : শুক্রবার ওয়ানডে ক্রিকেটে বর্ষসেরা একাদশ প্রকাশ্যে এনেছে আইসিসি। ২০২৪ সালে এক দিনের ক্রিকেটে যাঁরা ভাল খেলেছেন তাঁদের নিয়ে এই একাদশ গড়া হয়েছে। তবে এই ক্রিকেটারদের তালিকায় নাম নেই কোনও ভারতীয়ের। শুধু তাই নয়, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, বাংলাদেশের ক্রিকেটারেরাও স্থান পাননি।

গত বছর মাত্র তিনটি ওয়ানডে ম্যাচ খেলেছে ভারত। তিনটিই শ্রীলঙ্কার বিরুদ্ধে। একটিতেও জিততে পারেনি তারা। দু’টি ম্যাচ হেরেছে। একটি টাই হয়েছে। স্বাভাবিক ভাবেই ভারতের কোনও ক্রিকেটার বর্ষসেরা একাদশে সুযোগ পাননি। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডও ওয়ানডে কম খেলেছে। তাই তাদের ক্রিকেটারদেরও সুযোগ হয়নি।

বর্ষসেরা একাদশে শ্রীলঙ্কার ৪ জন ক্রিকেটার রয়েছে। পাকিস্তান এবং আফগানিস্তান থেকে রয়েছেন ৩ জন করে। ১ জন ওয়েস্ট ইন্ডিজ়ের। বর্ষসেরা দলের অধিনায়ক শ্রীলঙ্কার চরিত আসালঙ্ক। তিনি ১৬টি ম্যাচে ৬০৫ রান করেছেন। গড় ৫০.২। একটি শতরান এবং চারটি অর্ধশতরান রয়েছে। গত বছর ১৮টি এক দিনের ম্যাচ খেলেছে তারা। বাকি সব দেশের চেয়ে বেশি। ১২টি ম্যাচ জিতেছে শ্রীলঙ্কা।

পাকিস্তান ৯টি ওয়ানডে ম্যাচ খেলে ৭টি জিতেছে। আফগানিস্তান ১৪টি খেলে ৮টি জিতেছে। ওয়েস্ট ইন্ডিজ়ের একমাত্র ক্রিকেটার শেরফানে রাদারফোর্ড। এশিয়ার বাইরে তিনিই একমাত্র ক্রিকেটার হিসাবে সুযোগ পেয়েছেন।

পুরো দল: চরিত আসালঙ্ক (অধিনায়ক), সাইম আয়ুব, রহমানুল্লাহ গুরবাজ়, পাথুম নিসঙ্ক, কুশল মেন্ডিস, শেরফানে রাদারফোর্ড, আজমাতুল্লাহ ওমরজ়াই, ওয়ানিন্দু হাসরঙ্গ, শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ এবং আল্লা গজনফর।

পাঠকের মতামত:

খেলাধূলা এর সর্বশেষ খবর

খেলাধূলা - এর সব খবর



রে