ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

আমেরিকায় মাথায় তাক করে বন্দুক-হাতে পড়ায় হাতকড়া

২০২৫ ফেব্রুয়ারি ২৮ ১৯:০৯:৩৯
আমেরিকায় মাথায় তাক করে বন্দুক-হাতে পড়ায় হাতকড়া

বিনোদন ডেস্ক : ২০০১ সালের ৯ নভেম্বর আমেরিকার ইতিহাসে কালো দিন। সন্ত্রাসবাদীদের আক্রমণে মাটিতে মিশে গিয়েছিল ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। সেই সময় কর্মসূত্রে আমেরিকাতেই ছিলেন বলিউড অভিনেতা সুনীল শেট্টি। অতীত অভিজ্ঞতা ভাগ করে নিলেন অভিনেতা। সুনীল তখন ‘কাঁটে’ ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে সুনীল জানান, লস অ্যাঞ্জেলেসে পুলিশ তাঁর মাথায় বন্দুক তাক করে এবং তাঁকে হাতকড়া পরানো হয়। সুনীল বলেন, ‘‘হোটেলের ঘরের চাবি ভুলে গিয়েছিলাম। লবিতে একজনকে বলতেই সঙ্গে সঙ্গে তিনি চেঁচিয়ে ওঠেন। তার পর পুলিশ এসে আমাকে বলে মাটিতে বসে পড়তে, না হলে তারা গুলি চালাবে!’’

‘কাঁটে’ ছবিতে সুনীলের লম্বা দাড়ি ছিল। অভিনেতা জানান, তাঁর সেই লুকের জন্যই ভুল বোঝে পুলিশ। নিজের পরিচয় দিয়েও নাকি কোনও লাভ হয়নি বলেই জানান সুনীল। হোটেলে সকলের সামনে অপদস্থ হতে হয় অভিনেতাকে।

সুনীল বলেন, ‘‘তার পর ইউনিটের সদস্যেরা এসে পুলিশকে বোঝান যে, আমি আসলে একজন অভিনেতা। প্রচণ্ড সমস্যায় পড়ি। কিন্তু কী আর করা যাবে। আমার দুর্ভাগ্যই বলতে হবে!’’

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে