ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

‘বিচার চাই না, হিসাব মেটাতে এসেছি’

২০২৫ ফেব্রুয়ারি ২৮ ১৯:১৬:০৮
‘বিচার চাই না, হিসাব মেটাতে এসেছি’

বিনোদন ডেস্ক : রুদ্রমূর্তিতে ধরা দিলেন সালমান খান। ‘সিকান্দার’-এর প্রথম ঝলকেই সাড়া ফেলেছিলেন তিনি। দ্বিতীয় ঝলকে যেন তিনি আরও বিধ্বংসী। বলিউডের ছবিতে লড়াইয়ের দৃশ্যে তাঁর জুড়ি মেলা ভার। এই ছবিতেও সেই একই মেজাজে ভাইজান।

শত্রুদের সঙ্গে বোঝাপড়ায় জমি ছাড়তে নারাজ ‘সঞ্জয়’। ছবিতে সালমান অভিনীত চরিত্রের নাম এটিই। কিন্তু তার ঠাকুমা নাকি তাকে ডাকতেন ‘সিকান্দার’ বলে। অসহায় মানুষদের হয়ে লড়াই করাই ‘সিকান্দার’-এর উদ্দেশ্য। তবে সেই উদ্দেশ্য সাধন করতে সে হিংসার পথ বেছে নেয় নিমেষে। তাই তার সংলাপ, “বিচার চাইতে আসিনি। এসেছি হিসাব মেটাতে।”

এই ঝলকে দেখা যায় নায়িকা রাশ্মিকাকেও। সালমানের সঙ্গে তাঁর রসায়ন দেখতে উদ্‌গ্রীব দর্শকও। প্রথম ঝলকেও সলমনের একটি সংলাপ নজর কেড়েছিল। তবে সেই সংলাপের সঙ্গে অনেকেই খুঁজে পেয়েছেন লরেন্স বিশ্নোইয়ের যোগ।

“শুনছি আমার পিছনে অনেকে ধাওয়া করে বেড়াচ্ছে। আমার শুধু পিছন ফেরার অপেক্ষা...” ঝলকে সালমানের এই সংলাপ নাকি লরেন্স বিশ্নোইয়ের জন্যই। কৃষ্ণসার হত্যার অভিযোগ রয়েছে সালমানের বিরুদ্ধে। এই ঘটনার জন্যই সালমান লরেন্স বিশ্নোইয়ের নিশানায়। তাই ঝলকে আরও একটি বিষয় নজর কেড়েছে নেটাগরিকদের।

দেখা যাচ্ছে, মুখোশধারী এক শত্রুর মাথায় হরিণের মতো শিং। এই বিষয়টিও প্রতীকী মনে করছেন অনেকে। এভাবেই কি তবে শত্রুদের জবাব দিচ্ছেন ভাইজান? ঝলক দেখে উৎসাহী তাঁর অনুরাগীরা। আবহসঙ্গীতেও মজেছেন তাঁরা।

সালমানকে শেষ দেখা গিয়েছিল ২০২৩-এ ‘টাইগার ৩’ ছবিতে। তারপর থেকে বেশ কিছু ছবিতে ক্যামিয়ো চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। তাই ‘সিকান্দার’ নিয়ে সালমান ভক্তদের উত্তেজনা তুঙ্গে।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে