ঢাকা, শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২

ভারতে এসএমই কোম্পানির আইপিওতে কড়াকড়ি আরোপ

২০২৫ মার্চ ১৫ ১৯:২৬:৫৬
ভারতে এসএমই কোম্পানির আইপিওতে কড়াকড়ি আরোপ

অর্থ বাণিজ্য প্রতিবেদক : বাজারে ছোট-মাঝারি সংস্থার (এসএমই) শেয়ার ছেড়ে তহবিল সংগ্রহ বা আইপিও-র ক্ষেত্রে নিয়ন্ত্রণ বাড়াতে কড়াকড়ি আরোপ করেছে ভারতের শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি)। এ নিয়ে সম্প্রতি এক নির্দেশনা জারি করেছে সংস্থাটি।

নতুন নিয়মে আইপিও’র জন্য সংশ্লিষ্ট কোম্পানিকে লাভজনক হতে হবে। সেজন্য নির্দিষ্ট মাত্রা বেঁধে দেওয়া হয়েছে। সেই সঙ্গে ‘অফার ফর সেল’ অর্থাৎ বাজারে কোনও কোম্পানির উদ্যোক্তাসহ শেয়ারহোল্ডারদের শেয়ার বিক্রির উপর বসানো হয়েছে সর্বোচ্চ সীমা। যাতে কোম্পানির আর্থিক স্বাস্থ্য খারাপ হতে দেখলে, উদ্যোক্তা ও অন্যান্য বিনিয়োগকারীরা সব শেয়ার বেচতে না পারেন।

সেবির দাবি, নতুন নিয়মের লক্ষ্য বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা। এছাড়া এসএমই কোম্পানিগুলো যাতে মজবুত ভিতের উপর দাঁড়িয়ে বাজার থেকে যথেষ্ট মূলধন জোগাড় করতে পারে, তার নিশ্চিত করা।

সেবি জানিয়েছে, বাজারে শেয়ার ছাড়ার জন্য আগ্রহী এসএমই কোম্পানিকে ন্যূনতম মুনাফা করতেই হবে। যারা আইপিও’র পরিকল্পনা করবে, তাদের আইপিও পূর্ব টানা তিন বছরে সুদ, কর এবং স্থাবর-অস্থাবর সম্পত্তির ক্রমহ্রাসমান মূল্যের (ডেপ্রিসিয়েশন) খাতে খরচ মেটানোর পরে কমপক্ষে ১ কোটি টাকা বার্ষিক মুনাফা থাকতে হবে।

এছাড়া উদ্যোক্তাসহ শেয়ারহোল্ডারদের প্রত্যেকে হাতে থাকা মোট শেয়ারের ৫০ শতাংশের বেশি বেচতে পারবেন না। ‘অফার ফর সেল’ এর মোট অঙ্ক হতে পারবে না কোম্পানির প্রথমবার বাজারে ছাড়া মোট শেয়ারের ২০ শতাংশের বেশি।

বাকি নিয়মের মধ্যে অন্যতম, এসএমই কোম্পানির আইপিও’তে শেয়ার কিনতে হলে কমপক্ষে দুটি ‘লটের’ জন্য আবেদন করতে হবে বিনিয়োগকারীকে। অর্থাৎ একসঙ্গে ন্যূনতম সংখ্যার শেয়ার কিনতেই হবে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে