ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

বিএটিবিসি সবসময় আইন মেনে চলে

২০২৫ মার্চ ১৯ ১৭:১৮:২৭
বিএটিবিসি সবসময় আইন মেনে চলে

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি) কুষ্টিয়ায় অবস্থিত তামাক প্রক্রিয়াকরণ কারখানায় প্রায় ৪৫ ধরনের শ্রম আইন ও নিরাপত্তা বিধি লঙ্ঘনের ঘটনা শনাক্ত করা হয়েছে বলে সম্প্রতি সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশিত হয়। তবে প্রকাশিত সংবাদটির ব্যাখ্যা দিয়েছে কোম্পানিটি।

বুধবার (১৯ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিএটিবি প্রকাশিত সংবাদটির ব্যাখ্যা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত ১৬ মার্চ প্রকাশিত সংবাদে বলা হয়েছিলো, শ্রম আইন লঙ্ঘনের দায়ে মামলার মুখে পড়তে পারে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ।

প্রকাশিত সংবাদের ব্যাখ্যায় কোম্পানিটি জানিয়েছে, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ ডিআইএফই (DIFE) কর্তৃক উত্থাপিত সকল বিধিগত পর্যবেক্ষণ লক্ষ্য করেছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে। কোম্পানি তাদের নেওয়া চলমান পদক্ষেপগুলোর বিস্তারিত তুলে ধরেছে এবং ডিআইএফই’র সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছে। ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ সবসময় দেশের প্রযোজ্য আইন মেনে চলে এবং তাদের কর্মচারীরা দেশের আইনি কাঠামো অনুযায়ী তাদের প্রাপ্য সুবিধা পায়।

ডিএসইর অনুসন্ধানী চিঠির জবাবে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ আরও জানায়, তারা একটি দায়িত্বশীল কোম্পানি হিসেবে সবসময় স্থানীয় আইন এবং বিধিমালা পূর্ণরূপে অনুসরণে প্রতিশ্রুতিবদ্ধ। কোম্পানি এই বিষয়ে তাদের পদক্ষেপ এবং প্রতিক্রিয়া বিস্তারিতভাবে জানিয়ে তাদের নিয়মানুগতা নিশ্চিত করেছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে